Ajker Patrika

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে মিছিলের নগরীতে পরিণত হয়েছে খুলনা  

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৭: ৫৪
প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে মিছিলের নগরীতে পরিণত হয়েছে খুলনা  

খুলনায় ২৪ প্রকল্প উদ্বোধন ও পাঁচটি প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে তিনি বক্তব্য দেওয়া শুরু করেন।

এদিকে বেলা ২টার পর সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় জমিয়েছেন খুলনা মহানগর, জেলা এবং আশপাশের বিভিন্ন জেলা, উপজেলাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা মহানগর মিছিলের নগরী হয়ে ওঠে।

সরেজমিন দেখা গেছে, সকাল থেকেই স্লোগানে মুখরিত ছিল খুলনার রাজপথ। সকাল ৭টা থেকে নগরের বিভিন্ন প্রবেশপথ ও কেন্দ্র থেকে মিছিলে ও স্লোগানে নেতা-কর্মীরা সমাবেশস্থলে যান।

বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডসহ নগরের মেইন সড়ক দিয়ে মিছিল করেছে। কেউ হেঁটে, কেউবা পিকআপ, ট্রাক, ট্রেন ও বাসযোগে জনসভায় আসেন। জনসভাকে কেন্দ্র করে পুরো নগরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে খুলনায় মিছিল।মিছিলে বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীরা আছেন। পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দও জনসভায় অংশগ্রহণ করেন।

আজ সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে খুলনার সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভা শুরু হয়। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক এতে সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। পরে প্রধানমন্ত্রী জনসভাস্থলে বেলা সাড়ে ৩টায় পৌঁছালে তাঁকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

খুলনা সার্কিট হাউস মাঠে মানুষের সমাগম।এরপর বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খুলনার অনেক উন্নয়ন হয়েছে। আগামী দিনে ক্ষমতায় আসলে খুলনায় আরেও উন্নয়ন হবে।

পদ্মা সেতু প্রকল্প চালুর পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথমবারের মতো সফর করেছেন প্রধানমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

পাহাড়ের মাটিতে এখন মরুভূমির ফলের স্বাদ

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত