চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি
চুয়াডাঙ্গায় তাপমাত্রা আবার ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গার তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই মৌসুমে বেশ কয়েকবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসে।
আজ শুক্রবার সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। আর ভোর ৬টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনও প্রায় একই তাপমাত্রা ছিল। তবে আজ শুক্রবার তাপমাত্রা কমে আবারও ৮ ডিগ্রিতে চলে আসে।
এদিকে চুয়াডাঙ্গার তাপমাত্রা আবারও কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এই অঞ্চলের মানুষ। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষের কষ্ট বেড়েছে। শীতে কাজ পাননি অনেকে।
দিনমজুর জমাত আলী বলেন, ‘শীত একটু বেশি থাকলেই কাজ পাওয়া যায় না। আজও কাজ পাইনি। কাজের জন্য এসে বড় বাজারে দাঁড়িয়ে থেকে চলে যেতে হচ্ছে।’
ভানচালক নিয়ামত আলী বলেন, ‘আজ শুক্রবার বড় বাজার হাটে কাঁচামালের ভাড়া পাওয়া যায়। আজও এসেছি। তবে বাজারে লোক না থাকায় ভাড়া হয়নি খুব একটা। বেশি শীত পড়লেই বা কী, আমাদের তো উপায় নেই, কাজ করতেই হবে। তবে কাজ না থাকলে বেশি কষ্ট হয়।’
জেলা শহরের কোর্টপাড়ার বাসিন্দা ও বেসরকারি চাকরিজীবী সেলিমুল হাবিব সেলিম বলেন, ‘ভাবলাম এবার তাপমাত্রা বাড়বে। কিন্তু আজ তো আবার নেমে গেছে।’
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রায়ও ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামীকালও একই রকম আবহাওয়া থাকতে পারে। তিনি আরও বলেন, আগামী রোববার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। আগামী ১৫-১৬ ফেব্রুয়ারি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) ড. কিসিঞ্জার চাকমা আজকের পত্রিকাকে বলেন, চুয়াডাঙ্গায় শীত একটু বেশি। শীতের শুরু থেকেই সরকারিভাবে বরাদ্দ পাওয়া শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে এসব দেওয়া হচ্ছে। তা ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে পাওয়া সাহায্যও পৌঁছে দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গায় তাপমাত্রা আবার ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গার তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই মৌসুমে বেশ কয়েকবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসে।
আজ শুক্রবার সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। আর ভোর ৬টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনও প্রায় একই তাপমাত্রা ছিল। তবে আজ শুক্রবার তাপমাত্রা কমে আবারও ৮ ডিগ্রিতে চলে আসে।
এদিকে চুয়াডাঙ্গার তাপমাত্রা আবারও কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এই অঞ্চলের মানুষ। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষের কষ্ট বেড়েছে। শীতে কাজ পাননি অনেকে।
দিনমজুর জমাত আলী বলেন, ‘শীত একটু বেশি থাকলেই কাজ পাওয়া যায় না। আজও কাজ পাইনি। কাজের জন্য এসে বড় বাজারে দাঁড়িয়ে থেকে চলে যেতে হচ্ছে।’
ভানচালক নিয়ামত আলী বলেন, ‘আজ শুক্রবার বড় বাজার হাটে কাঁচামালের ভাড়া পাওয়া যায়। আজও এসেছি। তবে বাজারে লোক না থাকায় ভাড়া হয়নি খুব একটা। বেশি শীত পড়লেই বা কী, আমাদের তো উপায় নেই, কাজ করতেই হবে। তবে কাজ না থাকলে বেশি কষ্ট হয়।’
জেলা শহরের কোর্টপাড়ার বাসিন্দা ও বেসরকারি চাকরিজীবী সেলিমুল হাবিব সেলিম বলেন, ‘ভাবলাম এবার তাপমাত্রা বাড়বে। কিন্তু আজ তো আবার নেমে গেছে।’
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রায়ও ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামীকালও একই রকম আবহাওয়া থাকতে পারে। তিনি আরও বলেন, আগামী রোববার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। আগামী ১৫-১৬ ফেব্রুয়ারি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) ড. কিসিঞ্জার চাকমা আজকের পত্রিকাকে বলেন, চুয়াডাঙ্গায় শীত একটু বেশি। শীতের শুরু থেকেই সরকারিভাবে বরাদ্দ পাওয়া শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে এসব দেওয়া হচ্ছে। তা ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে পাওয়া সাহায্যও পৌঁছে দেওয়া হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৭ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৯ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে