Ajker Patrika

মনিরামপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মনিরামপুরে (যশোর) প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ০৫
মনিরামপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় ঝিকরগাছা-মনিরামপুর সড়কের পট্টি জামে মসজিদের অদূরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন—উপজেলার মামুদকাটি গ্রামের মমিন হকের ছেলে নূর মোহাম্মদ (৪৫) ও রঘুনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে সবুজ হোসেন (২৫)। 

নিহত নূর মোহাম্মদ পেশায় রাজমিস্ত্রি। সবুজ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। 

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে পালিয়েছেন চালক। পরে স্থানীয়রা ট্রাকটি জব্দ করেছেন। 

প্রত্যক্ষদর্শী মুন্না বলেন, সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে দুজন ঝিকরগাছার দিকে যাচ্ছিলেন। তাঁরা পট্টি মসজিদ পার হতেই বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে ঝিকরগাছা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত নূর মোহাম্মদের চাচাতো ভাই মশিয়ার রহমান বলেন, ‘সন্ধ্যায় নূর মোহাম্মদ ও সবুজ টেংরামারী বাজার থেকে মোটরসাইকেলে বের হন। কিছুক্ষণ পরে শুনি ট্রাক চাপায় দুজনই মারা গেছেন।’ 

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে খেদাপাড়া ক্যাম্পের পুলিশ উপস্থিত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত