মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ শিকারের সময় অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন সাত বন কর্মকর্তা-কর্মচারী। গতকাল বুধবার বিকেল ৫টায় বনের চাঁদপাই রেঞ্জে এ ঘটনা ঘটে।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বুধবার রাত ১১টায় এ ঘটনার সততা নিশ্চিত করেন। তিনি নিজেও হামলার শিকার হয়েছেন বলে জানান।
আহতেরা হলেন—এসিএফ মাহবুব হাসান, চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার (এসও) খলিলুর বরহমান, বোট ম্যান শেখ মোতালেব, মো. তুহিন, সুলতান মাহমুদ মঞ্জু, সেলিম সরদার ও স্পিড বোট ড্রাইভার মঞ্জু রানা আহত হন। আহতেরা সবাই রেঞ্জ কার্যালয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এসিএফ মাহবুব হাসান বলেন, বনের নন্দবালা, আন্ধারমানিক ও শ্যালা অভয়ারণ্যে (নিষিদ্ধ) এলাকায় গতকাল দুপুরে মাছ শিকার করছিলেন একদল জেলে। খবর পেয়ে গতকাল বিকেলে অভিযানে যায় চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা। এ সময় মারুফ বিল্লাহ নামের এক জেলেকে তাঁরা আটক করে নিয়ে আসেন। পরে নিষিদ্ধ এলাকা থেকে বাকি জেলেদের উঠে যেতে বললে তাঁদের ওপর চড়াও হন জেলেরা। একপর্যায়ে বইঠা ও দা দিয়ে বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেন।
এসিএফ মাহবুব হাসান আরও বলেন, এ ঘটনায় হামলাকারী জয়মনি এলাকার জেলে নয়ন খাঁ, শয়ন খাঁ, আমিরুল খাঁ, এনামুল খাঁ, লিটন খাঁ, আল মামুন শেখ, মারুফ খাঁ, তিতুমীর খাঁ ও মো. শহিদকে চিহ্নিত করা গেছে। এদের বিরুদ্ধে সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগও রয়েছে। হামলাকারী জেলেদের বিরুদ্ধে বন আইনে পিওআর (প্রসিকিউশন ওপেন্স রিপোর্ট) মামলা হয়েছে বলে জানান তিনি।
সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ শিকারের সময় অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন সাত বন কর্মকর্তা-কর্মচারী। গতকাল বুধবার বিকেল ৫টায় বনের চাঁদপাই রেঞ্জে এ ঘটনা ঘটে।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বুধবার রাত ১১টায় এ ঘটনার সততা নিশ্চিত করেন। তিনি নিজেও হামলার শিকার হয়েছেন বলে জানান।
আহতেরা হলেন—এসিএফ মাহবুব হাসান, চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার (এসও) খলিলুর বরহমান, বোট ম্যান শেখ মোতালেব, মো. তুহিন, সুলতান মাহমুদ মঞ্জু, সেলিম সরদার ও স্পিড বোট ড্রাইভার মঞ্জু রানা আহত হন। আহতেরা সবাই রেঞ্জ কার্যালয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এসিএফ মাহবুব হাসান বলেন, বনের নন্দবালা, আন্ধারমানিক ও শ্যালা অভয়ারণ্যে (নিষিদ্ধ) এলাকায় গতকাল দুপুরে মাছ শিকার করছিলেন একদল জেলে। খবর পেয়ে গতকাল বিকেলে অভিযানে যায় চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা। এ সময় মারুফ বিল্লাহ নামের এক জেলেকে তাঁরা আটক করে নিয়ে আসেন। পরে নিষিদ্ধ এলাকা থেকে বাকি জেলেদের উঠে যেতে বললে তাঁদের ওপর চড়াও হন জেলেরা। একপর্যায়ে বইঠা ও দা দিয়ে বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেন।
এসিএফ মাহবুব হাসান আরও বলেন, এ ঘটনায় হামলাকারী জয়মনি এলাকার জেলে নয়ন খাঁ, শয়ন খাঁ, আমিরুল খাঁ, এনামুল খাঁ, লিটন খাঁ, আল মামুন শেখ, মারুফ খাঁ, তিতুমীর খাঁ ও মো. শহিদকে চিহ্নিত করা গেছে। এদের বিরুদ্ধে সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগও রয়েছে। হামলাকারী জেলেদের বিরুদ্ধে বন আইনে পিওআর (প্রসিকিউশন ওপেন্স রিপোর্ট) মামলা হয়েছে বলে জানান তিনি।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
২ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১২ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৫ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৬ মিনিট আগে