যশোর প্রতিনিধি
যশোর শহরে লাঠিসোঁটা, বাঁশ ও কাঠ হাতে শোডাউন করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা কর্মীরা এই মহড়া দেন। দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের গড়িখানায় জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্ব মিছিল বের করা হয়।
এর আগে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা শোডাউন দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান ও লাঠিসোঁটা নিয়ে মহড়ার কারণে জনসাধারণের মাঝে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘লাঠি হাতে অবস্থানের বিষয়টি আমার জানা নেই।’
আজ শনিবার সকাল থেকে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে লাঠি হাতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আজ বেলা ১১ টার দিকে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে মিছিল বের হয়।
মিছিলে সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে বাঁশের লাঠি ও হকিস্টিক হাতে নেতা কর্মীদের স্লোগান দিতে দেখা গেছে।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শোডাউন শেষ হয় দড়াটানা ভৈরব চত্বরে। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে মোটরসাইকেল বহর নিয়ে মিছিল বের হয়।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘জামায়াত-বিএনপি যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সেজন্য লাঠি হাতে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। তবে এখন পর্যন্ত রাস্তায় কোনো জামায়াত-বিএনপির উপস্থিতি পাওয়া যায়নি।’
যশোর শহরে লাঠিসোঁটা, বাঁশ ও কাঠ হাতে শোডাউন করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা কর্মীরা এই মহড়া দেন। দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের গড়িখানায় জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্ব মিছিল বের করা হয়।
এর আগে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা শোডাউন দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান ও লাঠিসোঁটা নিয়ে মহড়ার কারণে জনসাধারণের মাঝে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘লাঠি হাতে অবস্থানের বিষয়টি আমার জানা নেই।’
আজ শনিবার সকাল থেকে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে লাঠি হাতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আজ বেলা ১১ টার দিকে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে মিছিল বের হয়।
মিছিলে সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে বাঁশের লাঠি ও হকিস্টিক হাতে নেতা কর্মীদের স্লোগান দিতে দেখা গেছে।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শোডাউন শেষ হয় দড়াটানা ভৈরব চত্বরে। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে মোটরসাইকেল বহর নিয়ে মিছিল বের হয়।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘জামায়াত-বিএনপি যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সেজন্য লাঠি হাতে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। তবে এখন পর্যন্ত রাস্তায় কোনো জামায়াত-বিএনপির উপস্থিতি পাওয়া যায়নি।’
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া থেকে লৌহজং উপজেলার মাওয়া পর্যন্ত ১৯ কিলোমিটার পথে একের পর এক দুর্ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। গত এক মাস ১০ দিনে এই এক্সপ্রেসওয়েতে ২৩টি দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
১ ঘণ্টা আগেমাদারীপুর শহরের বাসিন্দা আমেনা বেগম। বয়স প্রায় ৭০ বছর। বয়সের ভারে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ-ব্যাধি। এসেছে ক্লান্তি ভাব। কিন্তু এ বয়সেও বিশ্রাম নেই এই মায়ের। প্রতিবন্ধী মেয়ের সেবা করে দিনরাত পার করছেন তিনি।
১ ঘণ্টা আগেবরগুনার তালতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে এক ব্যক্তি বিরুদ্ধে মাছের ঘের করার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন কাজ বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে রাতের আঁধারে মাটি কাটা হচ্ছে। নলবুনিয়ার শুভসন্ধ্যা সৈকত এলাকায় এই জমি দখল করা হয়।
২ ঘণ্টা আগেশরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কাছে যাত্রাবিরতি করা শত শত বালুবহনকারী জাহাজ থেকে প্রতিদিন চাঁদাবাজির অভিযোগ উঠেছে। নদীর তীরে যাত্রাবিরতি করার সুযোগ করে দেওয়ার নামে প্রতিদিন সন্ধ্যা নামলেই এ চাঁদাবাজি শুরু হয়। একেকটি বালুবহনকারী জাহাজ থেকে ২০০-৫০০ টাকা পর্যন্ত চাঁদা তুলছে স্থানীয় একটি চক্র।
২ ঘণ্টা আগে