Ajker Patrika

গোলাপ অঞ্চলের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা প্রতিনিধি
গোলাপ অঞ্চলের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

গোলাপ অঞ্চলের (খুলনা ও বরিশাল) শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। আজ সোমবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. আহসান হাবীব। 

প্রধান অতিথির বক্তৃতায় ড. মো. আহসান হাবীব বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপঅঞ্চলে যারা খেলাধুলা করে গৌরব অর্জন করেছে তারা আঞ্চলিক পর্যায়ে ভালো খেলবে। বিজয় ছিনিয়ে আনবে। আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। 

খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, উপপরিচালক (কলেজ) এসকে মোস্তাফিজুর রহমান ও যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম। এ সময় খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত