Ajker Patrika

বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৫: ৫৭
বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় আল আমিন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন দর্শনা পৌর এলাকার রামনগর তালবাগানপাড়ার আশরাফুল ইসলামের ছেলে। সে দর্শনা মেমনগর বি. ডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, আজ দুপুরে প্রাইভেট পড়া শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিল আল আমিন। এ সময় রামনগর মাইকপট্টির কাছে পৌঁছালে তার সাইকেলের চেইন পড়ে যায়। সাইকেলের চেইন তুলতে গেলে দর্শনা থেকে আসা কার্পাসডাঙ্গামুখী দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত