বাগেরহাট ও মোংলা প্রতিনিধি
সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে বিলুপ্তপ্রায় বাটাগুর বাসকার (কচ্ছপ) ডিম ফুটে ৬৫টি বাচ্চা জন্ম নিয়েছে। আজ সোমবার ভোরে বাচ্চাগুলোকে বিশেষ ইনকিউবেটর থেকে তুলে কচ্ছপ লালনপালনকেন্দ্রের সংরক্ষণ প্যানে রাখা হয়।
এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি তিনটি বাটাগুর বাসকা মোট ৮২টি ডিম দেয়। পরে সেগুলো সংগ্রহ করে বিশেষ ইনকিউবেটরে (পুকুরপাড়ের বালুর চর) রাখা হয়। গতকাল রোববার থেকে বাচ্চাগুলো ফুটে বের হতে শুরু করে। সব মিলিয়ে আজ সকাল পর্যন্ত ৬৫টি বাচ্চা হয়। অবশিষ্ট ডিমগুলে নষ্ট হয়েছে। এ পর্যন্ত সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে ৫২১টি ডিম থেকে ৪৭৫টি বাচ্চা ফুটেছে বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্য প্রাণী ও প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।
আজাদ কবির বলেন, ৬৫টি বাচ্চা কচ্ছপ লালনপালনকেন্দ্রের সংরক্ষণ প্যানে রাখা হয়েছে। বড় হলে এগুলো সুন্দরবনে অবমুক্ত করা হবে।
বন্য প্রাণী প্রজননকেন্দ্র সূত্রে জানা যায়, পৃথিবীতে প্রায় ৩০০ প্রজাতির কচ্ছপ রয়েছে। একসময় এই অঞ্চলে প্রায় ২৬ প্রজাতির কচ্ছপ পাওয়া যেত। এর মধ্যে বাটাগুর বাসকার প্রজাতির কচ্ছপ আর দেখা যাচ্ছিল না। ২০০০ সালের দিকে বন্য প্রাণী গবেষকেরা মনে করেছিলেন, পৃথিবীতে আর বাটাগুর বাসকার কোনো অস্তিত্ত্ব নেই। পরে ২০০৮ সালে গবেষকেরা খুঁজতে খুঁজতে নোয়াখালী ও বরিশালের বিভিন্ন জলাশয়ে আটটি বাটাগুর বাসকা পান, যার মধ্যে চারটি পুরুষ ও চারটি স্ত্রী। প্রজননের জন্য গাজীপুরে নিয়ে যাওয়া হয় কচ্ছপগুলোকে। সেখানে কয়েক বছরে প্রায় ৯৪টি বাচ্চা ফুটেছিল। ২০১৪ সালে মূল আটটি বাটাগুর বাসকা ও তাদের জন্ম দেওয়া ৯৪টি ছানাসহ করমজল কৃত্রিম প্রজননকেন্দ্রে নিয়ে আসা হয়।
সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে বিলুপ্তপ্রায় বাটাগুর বাসকার (কচ্ছপ) ডিম ফুটে ৬৫টি বাচ্চা জন্ম নিয়েছে। আজ সোমবার ভোরে বাচ্চাগুলোকে বিশেষ ইনকিউবেটর থেকে তুলে কচ্ছপ লালনপালনকেন্দ্রের সংরক্ষণ প্যানে রাখা হয়।
এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি তিনটি বাটাগুর বাসকা মোট ৮২টি ডিম দেয়। পরে সেগুলো সংগ্রহ করে বিশেষ ইনকিউবেটরে (পুকুরপাড়ের বালুর চর) রাখা হয়। গতকাল রোববার থেকে বাচ্চাগুলো ফুটে বের হতে শুরু করে। সব মিলিয়ে আজ সকাল পর্যন্ত ৬৫টি বাচ্চা হয়। অবশিষ্ট ডিমগুলে নষ্ট হয়েছে। এ পর্যন্ত সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে ৫২১টি ডিম থেকে ৪৭৫টি বাচ্চা ফুটেছে বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্য প্রাণী ও প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।
আজাদ কবির বলেন, ৬৫টি বাচ্চা কচ্ছপ লালনপালনকেন্দ্রের সংরক্ষণ প্যানে রাখা হয়েছে। বড় হলে এগুলো সুন্দরবনে অবমুক্ত করা হবে।
বন্য প্রাণী প্রজননকেন্দ্র সূত্রে জানা যায়, পৃথিবীতে প্রায় ৩০০ প্রজাতির কচ্ছপ রয়েছে। একসময় এই অঞ্চলে প্রায় ২৬ প্রজাতির কচ্ছপ পাওয়া যেত। এর মধ্যে বাটাগুর বাসকার প্রজাতির কচ্ছপ আর দেখা যাচ্ছিল না। ২০০০ সালের দিকে বন্য প্রাণী গবেষকেরা মনে করেছিলেন, পৃথিবীতে আর বাটাগুর বাসকার কোনো অস্তিত্ত্ব নেই। পরে ২০০৮ সালে গবেষকেরা খুঁজতে খুঁজতে নোয়াখালী ও বরিশালের বিভিন্ন জলাশয়ে আটটি বাটাগুর বাসকা পান, যার মধ্যে চারটি পুরুষ ও চারটি স্ত্রী। প্রজননের জন্য গাজীপুরে নিয়ে যাওয়া হয় কচ্ছপগুলোকে। সেখানে কয়েক বছরে প্রায় ৯৪টি বাচ্চা ফুটেছিল। ২০১৪ সালে মূল আটটি বাটাগুর বাসকা ও তাদের জন্ম দেওয়া ৯৪টি ছানাসহ করমজল কৃত্রিম প্রজননকেন্দ্রে নিয়ে আসা হয়।
গত বছর ২৯ ফেব্রুয়ারি বেইলী রোডের গ্রিন কোজি কোটেজে অগ্নিকাণ্ডে প্রায় ৪৬ জন মারা যায়। এক বছর পেরুতেই আজ সোমবার (৫ মে) এর বিপরীত পাশের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে অগ্নিকাণ্ড ঘটল।
২৭ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের পাঁচ দিন পর গুলিয়াখালী সমুদ্রসৈকতে ভেসে আসা নির্মল দাস (৪৮) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্রসৈকত–সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নির্মল সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির
৩৭ মিনিট আগেসিগারেটের দাম বাড়ালে এ খাত থেকে সরকারের রাজস্ব আয় ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে সিগারেটের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৪২ মিনিট আগেদিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের জামতলী সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে