প্রতিনিধি
খুলনা: খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৫ জন। এদিকে একই সময়ে ১ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৭১ টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪০ দশমিক ৫৫ শতাংশ। এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা নমুনায় খুলনায় চারজনের শরীরে ডেলটা ভ্যারিয়েন্ট সংক্রমণ শনাক্ত হয়েছে। যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে স্বাস্থ্য বিভাগ।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোরে সর্বোচ্চ নয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ছয়জন, খুলনায় চারজন, কুষ্টিয়ায় পাঁচজন, নড়াইলে দুজন, মেহেরপুরে দুজন, চুয়াডাঙ্গায় দুজন, মাগুরায় দুজন, ঝিনাইদহে একজন এবং সাতক্ষীরায় একজন মারা গেছেন। এই পর্যন্ত বিভাগটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩৫ জন। আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৮৩০ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও খুলনা সিভিল সার্জন জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৭৮ জন। এ ছাড়া বাগেরহাটে ১১৬ জন, সাতক্ষীরায় ৩৩ জন, যশোরে ৩০৮ জন, নড়াইলে ৫১ জন, মাগুরায় ২৯ জন, ঝিনাইদহে ৯৩ জন, কুষ্টিয়ায় ১৮০ জন, চুয়াডাঙ্গায় ৯৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এদিকে খুলনায় চারজনের শরীরে ডেলটা ভ্যারিয়েন্ট সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজনের ভারত ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। অপর দুজনের সাম্প্রতিক সময়ে ভারত ভ্রমণ করেননি।
আজ মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব ইনচার্জ ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী প্রধান ডা. তুষার আলম জানান, গত ১৬ দিন আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় পজিটিভ আসা বেশ কয়েক জনের শরীরে অস্বাভাবিকতা ধরা পড়ে। পরে তাদের নমুনা ঢাকায় পাঠানো হয় পুনঃপরীক্ষার জন্য। সেখানে পরীক্ষায় চারজনের শরীরে ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। পরে তাদের বিগত দিনের খোঁজ নিয়ে জানা যায় তাদের দুজন সাম্প্রতিক সময়ে ভারত ভ্রমণ করেছেন। তার মধ্যে একজনের বাড়ি পাইকগাছায় ও আরেকজন খুলনা সদরে বসবাস করেন। অপর দুজনের ভারতে গমনাগমনের কোনো রেকর্ড নেই।
এদিকে ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে স্বাস্থ্য বিভাগ। এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজে উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, এতদিন শঙ্কা ছিল ভারতীয় ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্ট হয়তো ছড়িয়ে পড়েছে। এখন খুলনাতে ডেলটা ভ্যারিয়েণ্ট শনাক্ত হয়েছে। এখন সকলকে আরও বেশি সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মানাতে হবে।
খুলনায় কঠোর লকডাউনের মধ্যে মানুষ স্বাস্থ্য বিধি মানছেনা। ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর ছড়িয়ে পড়ছে কমিউনিটিতে। এদিকে কঠোর লকডাউন চললেও খুলনায় মানুষ ঘরে থাকছে না। কারণে অকারণে বের হচ্ছে ঘর থেকে।
খুলনা: খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৫ জন। এদিকে একই সময়ে ১ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৭১ টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪০ দশমিক ৫৫ শতাংশ। এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা নমুনায় খুলনায় চারজনের শরীরে ডেলটা ভ্যারিয়েন্ট সংক্রমণ শনাক্ত হয়েছে। যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে স্বাস্থ্য বিভাগ।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোরে সর্বোচ্চ নয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ছয়জন, খুলনায় চারজন, কুষ্টিয়ায় পাঁচজন, নড়াইলে দুজন, মেহেরপুরে দুজন, চুয়াডাঙ্গায় দুজন, মাগুরায় দুজন, ঝিনাইদহে একজন এবং সাতক্ষীরায় একজন মারা গেছেন। এই পর্যন্ত বিভাগটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩৫ জন। আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৮৩০ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও খুলনা সিভিল সার্জন জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৭৮ জন। এ ছাড়া বাগেরহাটে ১১৬ জন, সাতক্ষীরায় ৩৩ জন, যশোরে ৩০৮ জন, নড়াইলে ৫১ জন, মাগুরায় ২৯ জন, ঝিনাইদহে ৯৩ জন, কুষ্টিয়ায় ১৮০ জন, চুয়াডাঙ্গায় ৯৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এদিকে খুলনায় চারজনের শরীরে ডেলটা ভ্যারিয়েন্ট সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজনের ভারত ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। অপর দুজনের সাম্প্রতিক সময়ে ভারত ভ্রমণ করেননি।
আজ মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব ইনচার্জ ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী প্রধান ডা. তুষার আলম জানান, গত ১৬ দিন আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় পজিটিভ আসা বেশ কয়েক জনের শরীরে অস্বাভাবিকতা ধরা পড়ে। পরে তাদের নমুনা ঢাকায় পাঠানো হয় পুনঃপরীক্ষার জন্য। সেখানে পরীক্ষায় চারজনের শরীরে ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। পরে তাদের বিগত দিনের খোঁজ নিয়ে জানা যায় তাদের দুজন সাম্প্রতিক সময়ে ভারত ভ্রমণ করেছেন। তার মধ্যে একজনের বাড়ি পাইকগাছায় ও আরেকজন খুলনা সদরে বসবাস করেন। অপর দুজনের ভারতে গমনাগমনের কোনো রেকর্ড নেই।
এদিকে ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে স্বাস্থ্য বিভাগ। এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজে উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, এতদিন শঙ্কা ছিল ভারতীয় ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্ট হয়তো ছড়িয়ে পড়েছে। এখন খুলনাতে ডেলটা ভ্যারিয়েণ্ট শনাক্ত হয়েছে। এখন সকলকে আরও বেশি সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মানাতে হবে।
খুলনায় কঠোর লকডাউনের মধ্যে মানুষ স্বাস্থ্য বিধি মানছেনা। ডেলটা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর ছড়িয়ে পড়ছে কমিউনিটিতে। এদিকে কঠোর লকডাউন চললেও খুলনায় মানুষ ঘরে থাকছে না। কারণে অকারণে বের হচ্ছে ঘর থেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে