ঝিনাইদহ প্রতিনিধি
আন্দোলনের মুখে ছুটিতে গেলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। আজ রোববার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করলে তিনি অফিস ত্যাগ করেন।
স্থানীয় সরকার উপপরিচালক রথীন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মোবাইলে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘স্যার তিন দিনের ছুটি চেয়েছেন কমিশনার স্যারের কাছে। পরে তিনি অফিস ত্যাগ করেন। তবে আমি যত টুক জানতে পেরেছি, তিনি ঝিনাইদহ ছেড়ে চলে যাবেন।’
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। তারা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে জেলা প্রশাসক তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে যান।
এরপর আন্দোলনকারীরা ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তারা সদর সার্কেল মীর আবিদুর রহমান ও সদর থানার এসআই ফরিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক দুর্নীতির অভিযোগে তাদের অপসারণের দাবি জানান। পরে তাদের ঝিনাইদহ থেকে সরিয়ে দেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার আজিম উল আহসান। আশ্বাস পেয়ে ছাত্র নেতৃবৃন্দ সেখান থেকে ফিরে আসেন।
এসব বিষয়ে কথা বলতে ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের মোবাইলে ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা মোবাইলে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ঝিনাইদহ জেলা প্রশাসক যোগদানের পর থেকে তিনি আ. লীগ নেতাদের যোগসাজশে দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের করেছেন। এমনকি তার দুর্ব্যবহারে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন অতিষ্ঠ।’
তিনি আরও বলেন, ‘পুলিশের ওই দুই সদস্য নিজেদের সব সময় ছাত্রলীগের পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করতেন এ জন্য আমরা তাদের অপসারণের দাবি জানিয়েছি।’
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রতনা খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ ও ছাত্রদল নেতা ইমরান হোসেন, বখতিয়ার মাহমুদ, মাহবুব আলম মিলু ও সাকিব আল হাসান, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আন্দোলনের মুখে ছুটিতে গেলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। আজ রোববার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করলে তিনি অফিস ত্যাগ করেন।
স্থানীয় সরকার উপপরিচালক রথীন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মোবাইলে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘স্যার তিন দিনের ছুটি চেয়েছেন কমিশনার স্যারের কাছে। পরে তিনি অফিস ত্যাগ করেন। তবে আমি যত টুক জানতে পেরেছি, তিনি ঝিনাইদহ ছেড়ে চলে যাবেন।’
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। তারা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে জেলা প্রশাসক তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে যান।
এরপর আন্দোলনকারীরা ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তারা সদর সার্কেল মীর আবিদুর রহমান ও সদর থানার এসআই ফরিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক দুর্নীতির অভিযোগে তাদের অপসারণের দাবি জানান। পরে তাদের ঝিনাইদহ থেকে সরিয়ে দেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার আজিম উল আহসান। আশ্বাস পেয়ে ছাত্র নেতৃবৃন্দ সেখান থেকে ফিরে আসেন।
এসব বিষয়ে কথা বলতে ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের মোবাইলে ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা মোবাইলে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ঝিনাইদহ জেলা প্রশাসক যোগদানের পর থেকে তিনি আ. লীগ নেতাদের যোগসাজশে দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের করেছেন। এমনকি তার দুর্ব্যবহারে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন অতিষ্ঠ।’
তিনি আরও বলেন, ‘পুলিশের ওই দুই সদস্য নিজেদের সব সময় ছাত্রলীগের পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করতেন এ জন্য আমরা তাদের অপসারণের দাবি জানিয়েছি।’
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রতনা খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ ও ছাত্রদল নেতা ইমরান হোসেন, বখতিয়ার মাহমুদ, মাহবুব আলম মিলু ও সাকিব আল হাসান, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে