মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরের কানুটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহতেরা হলেন অটোরিকশাচালক মো. রাব্বি (২২) ও যাত্রী জসিম (২৫)। তাঁরা দুজন ঘটনাস্থলেই মারা যান। রাব্বি উপজেলার আওনাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং জসিম একই উপজেলার ভাবনপাড়া গ্রামের রশীদ মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাগুরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রিকসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোচালক রাব্বি ও অটোযাত্রী জসিম বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে মাগুরা ও মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। তাঁরা নিহত ও আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠান। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বির চাচা মনিরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে যাত্রী নিয়ে মাগুরার উদ্দেশে বের হন রাব্বি। কানুটিয়া বাজার পার হয়ে তানহা ব্রিকস ভাটার সামনে আসতেই একটি বাসের মুখোমুখি ধাক্কায় পার্শ্ববর্তী ডান পাশের শুকানো গর্তে পড়ে যায়। এতে অটোচালক রাব্বি ও অটোযাত্রী জসিম ঘটনাস্থলেই মারা যান। রাব্বির ছয় মাসের এক শিশুকন্যা রয়েছে।
দুর্ঘটনার পর থেকে মহম্মদপুর-মাগুরা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে জেলা ও উপজেলায় যাতায়াতকারী মানুষের চরম ভোগান্তি হচ্ছে।
জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ‘আমরা মুমূর্ষু অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে রাব্বি ও জসিম নামের দুই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসা গ্রহণ করছেন। তবে বেবী নাসরীন ও নির্মল নামের দুজন যাত্রীর অবস্থা বেশ গুরুতর।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।’
মাগুরার মহম্মদপুরের কানুটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহতেরা হলেন অটোরিকশাচালক মো. রাব্বি (২২) ও যাত্রী জসিম (২৫)। তাঁরা দুজন ঘটনাস্থলেই মারা যান। রাব্বি উপজেলার আওনাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং জসিম একই উপজেলার ভাবনপাড়া গ্রামের রশীদ মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাগুরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রিকসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোচালক রাব্বি ও অটোযাত্রী জসিম বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে মাগুরা ও মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। তাঁরা নিহত ও আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠান। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বির চাচা মনিরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে যাত্রী নিয়ে মাগুরার উদ্দেশে বের হন রাব্বি। কানুটিয়া বাজার পার হয়ে তানহা ব্রিকস ভাটার সামনে আসতেই একটি বাসের মুখোমুখি ধাক্কায় পার্শ্ববর্তী ডান পাশের শুকানো গর্তে পড়ে যায়। এতে অটোচালক রাব্বি ও অটোযাত্রী জসিম ঘটনাস্থলেই মারা যান। রাব্বির ছয় মাসের এক শিশুকন্যা রয়েছে।
দুর্ঘটনার পর থেকে মহম্মদপুর-মাগুরা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে জেলা ও উপজেলায় যাতায়াতকারী মানুষের চরম ভোগান্তি হচ্ছে।
জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ‘আমরা মুমূর্ষু অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে রাব্বি ও জসিম নামের দুই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসা গ্রহণ করছেন। তবে বেবী নাসরীন ও নির্মল নামের দুজন যাত্রীর অবস্থা বেশ গুরুতর।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।’
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
১ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
২ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৮ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১১ মিনিট আগে