Ajker Patrika

চুয়াডাঙ্গায় ১৮ মিনিটের শিলা বৃষ্টি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৪৬
চুয়াডাঙ্গায় ১৮ মিনিটের শিলা বৃষ্টি

বসন্তের ১৩ দিনের মাথায় ১৮ মিনিটের শিলা ও ঝোড়ো বৃষ্টিতে চুয়াডাঙ্গার মানুষ। আজ দুপুর ৩টা ৭ মিনিট থেকে শুরু হয় ঝোড়ো বৃষ্টি। পরে বৃষ্টির সঙ্গে ঝড়তে থাকে শিলা। শিলাবৃষ্টির বর্ষে প্রায় ৩টা ২৫ মিনিট পর্যন্ত। বিভিন্ন সাইজের এসব শিলায় সাময়িক সময়ের জন্য ঢেকে যায় মাটি। চুয়াডাঙ্গায় এমন শিলাবৃষ্টি এর আগে দেখেননি বলে মন্তব্য করেছেন অনেকে। 

পরে জেলায় শিলাবৃষ্টি থামলেও দীর্ঘ সময় ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত ছিল। সঙ্গে দমকা হাওয়া। এ সময় গাছের ডালপালা ভেঙে পড়ে রাস্তায়। স্বাভাবিক যান চলাচলেও ব্যাঘাত ঘটে। হঠাৎ এমন শিলা ও ঝোড়ো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের খেত। প্রচুর লোকসানের আশঙ্কা কৃষকদের। এর আগেও গত বৃহস্পতিবার রাতে এক ঘণ্টার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ভুট্টা, ধান পানসহ বিভিন্ন উঠতি ফসল। 

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সামাদুল হক বলেন, ‘১৮ মিনিট ধরে চলে ঝোড়ো ও শিলা বৃষ্টি। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত