বেনাপোল (যশোর) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ হত্যা মামলার আসামি রহমতউল্লাহ ওরফে জাহিদ ওরফে বুরহান ওরফে সুরাত আলীকে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। রহমতউল্লাহ ভারতে অনুপ্রবেশের অভিযোগে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে এত দিন কারাগারে ছিলেন।
ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বেনাপোল সীমান্তে ট্রাভেল পারমিটে রহমতউল্লাহকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় সমুদ্রপথে মৎস্য আহরণের সময় সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়া পাঁচ জেলে এবং কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক এক নারীকেও ফেরত দিয়েছে দেশটির পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ২০১২ সালের ২ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় এবং ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল থানায় সন্ত্রাসবিরোধী মামলায় যেসব আসামি ছিলেন, তাঁদের মধ্যে একজন রহমতউল্লাহ। জঙ্গি ছিনতাইয়ে পুলিশ হত্যার ঘটনার পর তিনি পালিয়ে ভারতে চলে যান। পরে সেখানে অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান।
ওসি রাসেল মিয়া বলেন, দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাঁকে ফেরত আনা হয়েছে। রহমতউল্লাহকে সংশিষ্ট থানায় সোপর্দ করা হবে। এ ছাড়া যে ছয় বাংলাদেশি নাগরিককে ভারতীয় পুলিশ ফেরত দিয়েছে, তাঁদেরকে এনজিওর হাতে তুলে দেওয়া হবে।
পুলিশ সূত্র বলেছে, ২০১২ সালের ২ এপ্রিল ঢাকা-ময়মনসিংহ সড়কে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে গুলি ও বোমা হামলা চালিয়ে তিন জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যান তাঁদের সহযোগীরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন এক উপপরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য। ছিনিয়ে নেওয়া তিনজনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য।
ময়মনসিংহের ত্রিশালে তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ হত্যা মামলার আসামি রহমতউল্লাহ ওরফে জাহিদ ওরফে বুরহান ওরফে সুরাত আলীকে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। রহমতউল্লাহ ভারতে অনুপ্রবেশের অভিযোগে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে এত দিন কারাগারে ছিলেন।
ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বেনাপোল সীমান্তে ট্রাভেল পারমিটে রহমতউল্লাহকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় সমুদ্রপথে মৎস্য আহরণের সময় সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়া পাঁচ জেলে এবং কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক এক নারীকেও ফেরত দিয়েছে দেশটির পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ২০১২ সালের ২ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় এবং ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল থানায় সন্ত্রাসবিরোধী মামলায় যেসব আসামি ছিলেন, তাঁদের মধ্যে একজন রহমতউল্লাহ। জঙ্গি ছিনতাইয়ে পুলিশ হত্যার ঘটনার পর তিনি পালিয়ে ভারতে চলে যান। পরে সেখানে অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান।
ওসি রাসেল মিয়া বলেন, দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাঁকে ফেরত আনা হয়েছে। রহমতউল্লাহকে সংশিষ্ট থানায় সোপর্দ করা হবে। এ ছাড়া যে ছয় বাংলাদেশি নাগরিককে ভারতীয় পুলিশ ফেরত দিয়েছে, তাঁদেরকে এনজিওর হাতে তুলে দেওয়া হবে।
পুলিশ সূত্র বলেছে, ২০১২ সালের ২ এপ্রিল ঢাকা-ময়মনসিংহ সড়কে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে গুলি ও বোমা হামলা চালিয়ে তিন জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যান তাঁদের সহযোগীরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন এক উপপরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য। ছিনিয়ে নেওয়া তিনজনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে