Ajker Patrika

মিরপুরে ট্রলির ধাক্কায় এক কিশোরের মৃত্যু 

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৪: ৩১
মিরপুরে ট্রলির ধাক্কায় এক কিশোরের মৃত্যু 

কুষ্টিয়ার মিরপুরে বেপরোয়া গতির অবৈধ ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী সিয়াম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকাল ৭টায় উপজেলার ধুবইল ইউনিয়নের আজমতপুর ও লক্ষীধরদিয়া গ্রামের মাঝামাঝি হাওয়াখালী মাঠে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিয়াম একই এলাকার চক ধুবইল গ্রামের দাউদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী সাতগাছি গ্রামের বকুল বেপরোয়া গতিতে ট্রলি চালিয়ে স্থানীয় একটি ভাটায় যাচ্ছিলেন। পথের মধ্যে হাওয়াখালী মাঠ এলাকায় যাওয়ার সময় ট্রলিটি মোটরসাইকেল আরোহী কিশোর সিয়ামকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সিয়ামকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার সময় পথে মারা যান। 

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনায় আহত সিয়াম কুষ্টিয়া সদর হাসপাতালের নিয়ে যাওয়ার পথে মারা গেছেন। তাই দুর্ঘটনার বিষয়টি কুষ্টিয়া সদর দেখবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত