Ajker Patrika

মিরপুরে ঈদের রাতে ব্যবসায়ীকে কুপিয়ে খুন

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২২, ১৫: ১৩
মিরপুরে ঈদের রাতে ব্যবসায়ীকে কুপিয়ে খুন

কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত আলী (৫৭) নামের এক এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে এ ঘটনা ঘটে। 

শওকত আলী মিরপুরের চক গ্রামের হাসান আলী সোনার ছেলে। তিনি ব্রয়লার মুরগির ব্যবসা করতেন। 

পুলিশ, পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আইনজীবী লিপসনের সঙ্গে আইনজীবী মারুফের বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। শনিবার রাতে চক গ্রামে লিপসনের লোকজন রামদা, ছুরি, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারুফের চাচা শওকত আলীর ওপর হামলা চালায়। 

হামলাকারীরা শওকতকে গুরুতর জখম করেন। পরে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে শওকতের মৃত্যু হয়। হামলায় আহত বাবুল, মারুফ, মাছুম হাসপাতালে চিকিৎসাধীন। 

নিহতের স্বজনরা বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লিপসনের লোকজন রামদা, ছুরি, অস্ত্র নিয়ে হামলা করে শওকতকে কুপিয়ে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। খুনিদের ফাঁসি চাই।’ 

সদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে আইনজীবী লিপসনের লোকজন হামলা চালিয়ে আইনজীবী মারুফের পক্ষের শওকত আলীকে কুপিয়ে হত্যা করে। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাঁরা দুই পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। 

এ ঘটনায় অভিযুক্ত লিপসনের লোকজন বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। তাঁদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এই হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা কিছু জানি না।’ 

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা বলেন, দুই গ্রুপের পাল্টাপাল্টি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। বেশ আগে থেকেই আইনজীবী লিপসন ও মারুফ গ্রুপের মধ্যে কোন্দল চলছিল। লিপসনের লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত আলীকে কুপিয়ে হত্যা করেছেন বলে জানা যায়। মরদেহ মর্গে রয়েছে। তিনি জানান, এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা যায়নি।

ওসি গোলাম মস্তফা আরও বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত