Ajker Patrika

মেহগনির মগডালে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রতিনিধি, ঝিনাইদহ
মেহগনির মগডালে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

মেহগনি গাছের পাতা কাটতে গিয়ে মগডালে আটকে পড়েছিলেন তরিকুল ইসলাম (১৮)। পরে সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাঁকে উদ্ধার করেন।

আজ শনিবার সকাল ১১টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে কাগমারী স্কুল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবক কাগমারী গ্রামের মাসুদ পারভেজের ছেলে।

জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেহগনি গাছের ডাল ও পাতা কাটতে যান তরিকুল ইসলাম। গাছের মগডালে উঠে নিচের দিকে তাকাতে গিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ৯৯৯–এ ফোন করলে ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন।

কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের সাব–স্টেশন অফিসার প্রদীপ মন্ডল বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা গাছের নিচে জটলা করছেন। মগডালে তরিকুল নিজেকে দড়ি দিয়ে ডালের সঙ্গে বেঁধে রেখেছেন। বিশেষ পদ্ধতি অবলম্বন করে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৭০ ফুট উঁচু গাছে উঠে তাঁকে উদ্ধার করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত