Ajker Patrika

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর ও টাকা লুটের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২২: ০৫
পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর ও টাকা লুটের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে মোবাইল ব্যাংকিং এক এজেন্টকে মারধর করে পাঁচ লক্ষাধিক টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের শনিরজোড় বাজারে এই ঘটনা ঘটে। 

আহত বিকাশ এজেন্টের নাম মো. রাকিব। তিনি শনিরজোড় এলাকার বাসিন্দা। তাঁকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেছেন স্বজনেরা। 

রাকিব বলেন, ‘স্থানীয় আল আমিনের কাছে মোবাইল ফোনে রিচার্জ বাবদ ২০০ টাকা পেতাম। সোমবার সন্ধ্যায় টাকা চাইলে আল আমিন ক্ষিপ্ত হয়ে আমাকে গালিগালাজ করেন। একপর্যায়ে আল আমিন, তাঁর মামা মোতালেব হাওলাদার এবং তাঁর ছেলে সবুজ হাওলাদার ও জামাতা মো. বাদশা আমাকে মারধর শুরু করেন। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে আহত করেন। পরে তাঁরা দোকানে থাকা ব্যবসার পাঁচ লাখের বেশি টাকা লুট করে নিয়ে যান।’ 

রাকিবের বাবা ওলি হাওলাদার বলেন, ‘হামলাকারীরা এর আগেও এলাকার অনেককে মারধর করেছেন। চেয়ারম্যান-মেম্বার কাউকে তাঁরা মানেন না। আমরা তাঁদের বিচার চাই।’ 

অভিযোগ অস্বীকার করে আল আমিন বলেন, ‘রাকিবের পাওনা ২০০ টাকার জন্য সে আমাকে গালিগালাজ শুরু করে। মামা মোতালেব হাওলাদার গালিগালাজ করতে নিষেধ করলে, তাঁকেও গালিগালাজ করে এবং মামাকে ধাক্কা দেয়। তখন মামার ছেলেরা এগিয়ে আসলে আমাদের মধ্যে হাতাহাতি হয়। তবে দোকান থেকে কোনো টাকা নেওয়া হয়নি।’ ছোট বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্য রাকিব টাকা লুটের মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি। 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছউদ্দিন বলেন, ‘একটি মারধরের ঘটনা শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত