Ajker Patrika

খুলনায় মোড়ে মোড়ে ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে প্রধানমন্ত্রীর জনসভা

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৭: ১১
খুলনায় মোড়ে মোড়ে ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে প্রধানমন্ত্রীর জনসভা

খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে আজ সোমবার সকাল থেকে দল বেঁধে আসছেন নেতা-কর্মীরা। জনসভাস্থল খুলনার সার্কিট হাউস মাঠ ও এর আশপাশের এলাকায় দুপুর ১২টার মধ্যে মানুষে পূর্ণ হয়ে গেছে।

আজ বিকেল ৪টার দিকে খুলনা সার্কিট হাউস মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে জনসভাস্থলসহ এর আশপাশের এলাকায় মানুষের চাপ নিয়ন্ত্রণে ও প্রধানমন্ত্রীর জনসভা বেশি মানুষের কাছে পৌঁছাতে মহানগরীতে বসানো হচ্ছে ২০টি ডিজিটাল এলইডি স্ক্রিন। যা জনসভা এলাকার চারদিকে বসানো হয়েছে। 

এ ছাড়া ৪০০টি মাইক স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে খুলনা নগরীকে। 

সরেজমিন দেখা যায়, সমাবেশস্থলে পর্যাপ্তসংখ্যক নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। রয়েছে পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থাও। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাখা হয়েছে তিনটি মেডিকেল টিম। খুলনা ছাড়াও বিভাগের ১০ জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন আজকের জনসভায়। 

এই জনসভা উপলক্ষে তোরণ, পোস্টার, ব্যানার আর ফেস্টুনে মোড়ানো হয়েছে পুরো খুলনা শহর। সেই সঙ্গে সকাল থেকে দলীয় নেতা-কর্মীসহ সমর্থকদের মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠেছে জনসভাস্থল ও আশপাশের এলাকা। নগরে বিরাজ করছে সাজ সাজ রব। 

আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সমাবেশ খুব গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আসায় বিভাগের ১০ জেলায় দলের তৃণমূল নেতা-কর্মীরা আরও উজ্জীবিত হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

পাহাড়ের মাটিতে এখন মরুভূমির ফলের স্বাদ

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত