কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া অবৈধ ইটভাটাগুলো পুনরায় সচল করার অভিযোগ পাওয়া গেছে। ভাটাগুলো উপজেলার চরসাদীপুর ইউনিয়নে অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ৭ ডিসেম্বর চরসাদীপুর ইউনিয়নে অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানে ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনা করার অপরাধে ছয়টি ভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয় ভাটার পাঁচটিকেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ইনফোর্সম্যান শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভিন।
চরসাদীপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রায় ২৫ বর্গকিলোমিটারের ইউনিয়নটি পদ্মা নদীর পারে অবস্থিত। তার মধ্যে পদ্মা নদীতে ভেঙে গেছে প্রায় পাঁচ বর্গকিলোমিটার। এখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। ইটভাটা রয়েছে ছোট-বড় মিলিয়ে ১৮টি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযানের মাত্র দুই দিন পরেই আবারও চালু করা হয়েছে এসব অবৈধ ইটভাটা। অর্থের প্রভাবে পুনরায় চালু হয়েছে। ফলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অনুমোদনহীন এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাছের গুঁড়ি ও খড়ি। আর ইট তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে ফসলি জমির উর্বর মাটি।’
ইটভাটার মালিক মো. জুলহক মণ্ডল বলেন, ‘সেদিন স্যারেরা ভাটা ভেঙে দিয়ে দেড় লাখ টাকা নিয়েছিল। পরে রসিদ দিয়ে বলেছিল, এবার চালান। সামনের বছর আর চালানো যাবে না। তাই আবার ভাটার কাজ শুরু করেছি। আমরা তো সভাপতি শহিদের মাধ্যমে প্রশাসনকে টাকা দিয়েই ভাটা চালাই।’
এ বিষয়ে চরসাদীপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. শহিদ উদ্দিন বলেন, ‘আমরা গরিব মানুষ। ইটভাটা তৈরি করে ফেলেছি। তাই পরিবেশ অধিদপ্তরের স্যারেরা বলেছেন এই বছরটা ভাটা চালান। তবে ভাটা চালানোর জন্য কাউকে টাকা দিই না।’
অবৈধ ইটভাটার বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান মুঠোফোনে বলেন, ‘অবৈধ ইটভাটাগুলো অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে এবং গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইটভাটা চালু করলে আবারও অভিযান পরিচালনা করা হবে।’
কুষ্টিয়ার কুমারখালীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া অবৈধ ইটভাটাগুলো পুনরায় সচল করার অভিযোগ পাওয়া গেছে। ভাটাগুলো উপজেলার চরসাদীপুর ইউনিয়নে অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ৭ ডিসেম্বর চরসাদীপুর ইউনিয়নে অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানে ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনা করার অপরাধে ছয়টি ভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয় ভাটার পাঁচটিকেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ইনফোর্সম্যান শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভিন।
চরসাদীপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রায় ২৫ বর্গকিলোমিটারের ইউনিয়নটি পদ্মা নদীর পারে অবস্থিত। তার মধ্যে পদ্মা নদীতে ভেঙে গেছে প্রায় পাঁচ বর্গকিলোমিটার। এখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। ইটভাটা রয়েছে ছোট-বড় মিলিয়ে ১৮টি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযানের মাত্র দুই দিন পরেই আবারও চালু করা হয়েছে এসব অবৈধ ইটভাটা। অর্থের প্রভাবে পুনরায় চালু হয়েছে। ফলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অনুমোদনহীন এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাছের গুঁড়ি ও খড়ি। আর ইট তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে ফসলি জমির উর্বর মাটি।’
ইটভাটার মালিক মো. জুলহক মণ্ডল বলেন, ‘সেদিন স্যারেরা ভাটা ভেঙে দিয়ে দেড় লাখ টাকা নিয়েছিল। পরে রসিদ দিয়ে বলেছিল, এবার চালান। সামনের বছর আর চালানো যাবে না। তাই আবার ভাটার কাজ শুরু করেছি। আমরা তো সভাপতি শহিদের মাধ্যমে প্রশাসনকে টাকা দিয়েই ভাটা চালাই।’
এ বিষয়ে চরসাদীপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. শহিদ উদ্দিন বলেন, ‘আমরা গরিব মানুষ। ইটভাটা তৈরি করে ফেলেছি। তাই পরিবেশ অধিদপ্তরের স্যারেরা বলেছেন এই বছরটা ভাটা চালান। তবে ভাটা চালানোর জন্য কাউকে টাকা দিই না।’
অবৈধ ইটভাটার বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান মুঠোফোনে বলেন, ‘অবৈধ ইটভাটাগুলো অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে এবং গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইটভাটা চালু করলে আবারও অভিযান পরিচালনা করা হবে।’
ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে দুই নারীকে নাকে খত দেওয়ানোর ঘটনায় ওই সালিসের প্রধান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগেকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নারী সদস্যকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটকের চেষ্টা করলে রোহিঙ্গা যুবকদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি হয়। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে
৩১ মিনিট আগেভোলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকের মধ্যে সংঘর্ষের জেরে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে আজ সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ পাঁচ পথে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
৩৩ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে ওসির নাম করে বিধান মৃধা নামের এক দোকানির কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. মনির হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে। মনির হোসেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের বাসিন্দা। ওই ভুক্তভোগী একই ইউনিয়নের জুলুহার গ্রামের বাসিন্দা।
১ ঘণ্টা আগে