Ajker Patrika

ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুর রাজ্জাক (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের দশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সুমন (৩২) নামে মোটরসাইকেলে থাকা অপর একজন আহত হন। 

নিহত আব্দুর রাজ্জাক উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ গ্রামের আব্দুর রাজ্জাক ও সুমন দুজনেই ঢাকা শহরে ব্যবসা করেন। মোটরসাইকেল নিয়ে গতকাল দুজন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কুষ্টিয়া-পাবনা মহাসড়কের দশ মাইল নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজনেই সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পর সেখানে তিনি মারা যান। সুমন নামে অপরজনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত