চুয়াডাঙ্গা প্রতিনিধি
২০০৫ সালের ১৭ আগস্ট চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামি শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিবকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২য়) বিচারক লুৎফর রহমান শিশির এ রায় দেন। রায়ের পর কড়া নিরাপত্তায় আদালত চত্বর থেকে তাঁকে কারাগারে নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত সাইফুল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার পঞ্চকরণ গ্রামের মৃত আলতাবের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা চালানো হয়। চুয়াডাঙ্গায় চালানো সিরিজ বোমা হামলায় অংশ নেন সাইফুল। এরপর চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার অন্যতম আসামি শাইফুলকে ২০০৬ সালের ২৭ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন সদর থানার এসআই আব্দুল মোতালেব। পরে ওই মামলাটি তদন্ত করে দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন জেলা গোয়েন্দা শাখার তৎকালীন এসআই কামরুজ্জামান খান। ২০০৭ সালের ৮ মার্চ আদালতে চার্জশিট দিলে ১৮ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার মামলার আসামি সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি গিয়াসউদ্দিন।
আসামির উপস্থিতিতে রায় প্রদান করা হয়। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি শাইফুলকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।
২০০৫ সালের ১৭ আগস্ট চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামি শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিবকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২য়) বিচারক লুৎফর রহমান শিশির এ রায় দেন। রায়ের পর কড়া নিরাপত্তায় আদালত চত্বর থেকে তাঁকে কারাগারে নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত সাইফুল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার পঞ্চকরণ গ্রামের মৃত আলতাবের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা চালানো হয়। চুয়াডাঙ্গায় চালানো সিরিজ বোমা হামলায় অংশ নেন সাইফুল। এরপর চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার অন্যতম আসামি শাইফুলকে ২০০৬ সালের ২৭ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন সদর থানার এসআই আব্দুল মোতালেব। পরে ওই মামলাটি তদন্ত করে দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন জেলা গোয়েন্দা শাখার তৎকালীন এসআই কামরুজ্জামান খান। ২০০৭ সালের ৮ মার্চ আদালতে চার্জশিট দিলে ১৮ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার মামলার আসামি সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি গিয়াসউদ্দিন।
আসামির উপস্থিতিতে রায় প্রদান করা হয়। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি শাইফুলকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৬ ঘণ্টা আগে