Ajker Patrika

কালীগঞ্জে বাঁশের বাঁকা কঞ্চিতে পতাকা উত্তোলন করায় জরিমানা

প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ) 
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২: ০৫
কালীগঞ্জে বাঁশের বাঁকা কঞ্চিতে পতাকা উত্তোলন করায় জরিমানা

বাঁশের বাঁকা কঞ্চিতে জাতীয় পতাকা উত্তোলন করায় কালীগঞ্জে বিকাশ সেল অফিস সহ আট প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে এসিল্যান্ড 'বিকাশ সেল' কালীগঞ্জ ব্রাঞ্চ অফিসের মূল গেটের গ্রিলে কঞ্চি দিয়ে বাঁধা পতাকা অপসারণসহ শহরের আরও আটটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করেন। উল্লেখ্য, সকালে পতাকা উত্তোলনের কিছু অসংগতির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা প্রশাসনের দৃষ্টিতে আসলে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় পতাকা অসংগতি দেখে রোববার শহরে অভিযান চালানো হয়। দুপুর ১টার দিকে শহরের জনতা মোড়ে অবস্থিত বিকেল সেলের অফিসে গিয়ে দেখা যায়, মূল সিঁড়ির দরজার গ্রিলের সঙ্গে বাঁকা কঞ্চি দিয়ে জাতীয় পতাকা বাঁধা রয়েছে। এ সময় অফিস বন্ধ থাকায় ওই অফিসের কোন কর্মকর্তা বা সংশ্লিষ্ট কাউকে না পেয়ে পতাকাটি অপসারণ করেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। অভিযানে কালীগঞ্জ থানার এস আই শেখ সুজাত আলী সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত