Ajker Patrika

বৃষ্টি ও বাতাসে গমগাছ পড়ে গিয়ে বেড়েছে কাটার খরচ, ফলনও কমার শঙ্কা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৫: ২৩
বৃষ্টি ও বাতাসে গমগাছ পড়ে গিয়ে বেড়েছে কাটার খরচ, ফলনও কমার শঙ্কা

চলতি মৌসুমে গমের আবাদ নিয়ে চিন্তা ছিল না চাষিদের। কিন্তু হঠাৎ গম নিয়ে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এক দিনের বৃষ্টি ও হালকা বাতাসে গমগাছ পড়ে গিয়ে বেড়েছে কাটার খরচ। সঙ্গে ফলন কমে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। 

উপজেলার করমদী মাঠের গমচাষি স্বপন আলী বলেন, মাঠে গম কাটা শুরু হয়েছে। এখনো অনেক কাঁচা রয়েছে। গত বুধবার রাতে বৃষ্টি ও হালকা বাতাসে গম মাটিতে পড়ে গেছে। তাতে ফলন কমে যেতে পারে। বিঘাপ্রতি দুই-তিন মণ হারে ফলন কমে যেতে পারে। আর দামও কমে যাবে। 

বামন্দী মাঠের গমচাষি মনিরুল ইসলাম বলেন, ‘আর ৮-১০ দিন সময় পেলে গম প্রায় সব কাটা হয়ে যাবে। এত দিন আমরা স্বস্তিতে ছিলাম। কিন্তু এ সময় বৃষ্টি ও হালকা বাতাসে গম পড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ে গেলাম।’ 

কল্যাণপুর গ্রামের গমচাষি জুয়েল আহমেদ বলেন, ‘এ বছর মাঠে ভালো গম হয়েছে। তবে বৃষ্টি ও দমকা হাওয়ায় গম পড়ে গিয়ে কিছুটা ক্ষতি হয়ে গেল। মেশিনে এক বিঘা জমির গম কাটতে সময় লাগছে ১৫-২০ মিনিট। আশা করছি, সপ্তাহখানেক সময় পেলে মাঠের সব গম কাটা হয়ে যাবে।’

তেরাইল মাঠের গমচাষি জামাল উদ্দিন বলেন, ‘আমার তিন বিঘা গম কাটা হয়ে গেছে। বিঘাপ্রতি ১৬ মণ হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো ফলন হয়েছে। যাদের গম বৃষ্টি ও হালকা বাতাসে পড়ে গেছে, তাদের কিছুটা ক্ষতি হবে।’ তিনি বলেন, বৃষ্টির আগে বিঘাপ্রতি কাটা খরচ ছিল ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। আর বৃষ্টির পর কাটা খরচ ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা পড়ছে।’ 

গমচাষি মজনুল হক বলেন, গম নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন চাষিরা। আকাশে মেঘ করছে। আবার বৃষ্টি হয়ে গেলে ব্যাপক ক্ষতি হবে। আর পড়া গম কাটতে গিয়ে এখন বাড়তি খরচ গুনতে হচ্ছে। 

কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছর উপজেলায় ৭ হাজার ৬৫ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। যেসব চাষির গম গত বুধবার রাতে বৃষ্টি ও হালকা বাতাসে পড়ে গেছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখছে কৃষি অফিস। 

এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, যেহেতু গমের দানা শক্ত হয়ে গেছে, তাই বৃষ্টি ও বাতাসে গম পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত