গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
চলতি মৌসুমে গমের আবাদ নিয়ে চিন্তা ছিল না চাষিদের। কিন্তু হঠাৎ গম নিয়ে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এক দিনের বৃষ্টি ও হালকা বাতাসে গমগাছ পড়ে গিয়ে বেড়েছে কাটার খরচ। সঙ্গে ফলন কমে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।
উপজেলার করমদী মাঠের গমচাষি স্বপন আলী বলেন, মাঠে গম কাটা শুরু হয়েছে। এখনো অনেক কাঁচা রয়েছে। গত বুধবার রাতে বৃষ্টি ও হালকা বাতাসে গম মাটিতে পড়ে গেছে। তাতে ফলন কমে যেতে পারে। বিঘাপ্রতি দুই-তিন মণ হারে ফলন কমে যেতে পারে। আর দামও কমে যাবে।
বামন্দী মাঠের গমচাষি মনিরুল ইসলাম বলেন, ‘আর ৮-১০ দিন সময় পেলে গম প্রায় সব কাটা হয়ে যাবে। এত দিন আমরা স্বস্তিতে ছিলাম। কিন্তু এ সময় বৃষ্টি ও হালকা বাতাসে গম পড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ে গেলাম।’
কল্যাণপুর গ্রামের গমচাষি জুয়েল আহমেদ বলেন, ‘এ বছর মাঠে ভালো গম হয়েছে। তবে বৃষ্টি ও দমকা হাওয়ায় গম পড়ে গিয়ে কিছুটা ক্ষতি হয়ে গেল। মেশিনে এক বিঘা জমির গম কাটতে সময় লাগছে ১৫-২০ মিনিট। আশা করছি, সপ্তাহখানেক সময় পেলে মাঠের সব গম কাটা হয়ে যাবে।’
তেরাইল মাঠের গমচাষি জামাল উদ্দিন বলেন, ‘আমার তিন বিঘা গম কাটা হয়ে গেছে। বিঘাপ্রতি ১৬ মণ হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো ফলন হয়েছে। যাদের গম বৃষ্টি ও হালকা বাতাসে পড়ে গেছে, তাদের কিছুটা ক্ষতি হবে।’ তিনি বলেন, বৃষ্টির আগে বিঘাপ্রতি কাটা খরচ ছিল ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। আর বৃষ্টির পর কাটা খরচ ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা পড়ছে।’
গমচাষি মজনুল হক বলেন, গম নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন চাষিরা। আকাশে মেঘ করছে। আবার বৃষ্টি হয়ে গেলে ব্যাপক ক্ষতি হবে। আর পড়া গম কাটতে গিয়ে এখন বাড়তি খরচ গুনতে হচ্ছে।
কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছর উপজেলায় ৭ হাজার ৬৫ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। যেসব চাষির গম গত বুধবার রাতে বৃষ্টি ও হালকা বাতাসে পড়ে গেছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখছে কৃষি অফিস।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, যেহেতু গমের দানা শক্ত হয়ে গেছে, তাই বৃষ্টি ও বাতাসে গম পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না।
চলতি মৌসুমে গমের আবাদ নিয়ে চিন্তা ছিল না চাষিদের। কিন্তু হঠাৎ গম নিয়ে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এক দিনের বৃষ্টি ও হালকা বাতাসে গমগাছ পড়ে গিয়ে বেড়েছে কাটার খরচ। সঙ্গে ফলন কমে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।
উপজেলার করমদী মাঠের গমচাষি স্বপন আলী বলেন, মাঠে গম কাটা শুরু হয়েছে। এখনো অনেক কাঁচা রয়েছে। গত বুধবার রাতে বৃষ্টি ও হালকা বাতাসে গম মাটিতে পড়ে গেছে। তাতে ফলন কমে যেতে পারে। বিঘাপ্রতি দুই-তিন মণ হারে ফলন কমে যেতে পারে। আর দামও কমে যাবে।
বামন্দী মাঠের গমচাষি মনিরুল ইসলাম বলেন, ‘আর ৮-১০ দিন সময় পেলে গম প্রায় সব কাটা হয়ে যাবে। এত দিন আমরা স্বস্তিতে ছিলাম। কিন্তু এ সময় বৃষ্টি ও হালকা বাতাসে গম পড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ে গেলাম।’
কল্যাণপুর গ্রামের গমচাষি জুয়েল আহমেদ বলেন, ‘এ বছর মাঠে ভালো গম হয়েছে। তবে বৃষ্টি ও দমকা হাওয়ায় গম পড়ে গিয়ে কিছুটা ক্ষতি হয়ে গেল। মেশিনে এক বিঘা জমির গম কাটতে সময় লাগছে ১৫-২০ মিনিট। আশা করছি, সপ্তাহখানেক সময় পেলে মাঠের সব গম কাটা হয়ে যাবে।’
তেরাইল মাঠের গমচাষি জামাল উদ্দিন বলেন, ‘আমার তিন বিঘা গম কাটা হয়ে গেছে। বিঘাপ্রতি ১৬ মণ হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো ফলন হয়েছে। যাদের গম বৃষ্টি ও হালকা বাতাসে পড়ে গেছে, তাদের কিছুটা ক্ষতি হবে।’ তিনি বলেন, বৃষ্টির আগে বিঘাপ্রতি কাটা খরচ ছিল ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। আর বৃষ্টির পর কাটা খরচ ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা পড়ছে।’
গমচাষি মজনুল হক বলেন, গম নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন চাষিরা। আকাশে মেঘ করছে। আবার বৃষ্টি হয়ে গেলে ব্যাপক ক্ষতি হবে। আর পড়া গম কাটতে গিয়ে এখন বাড়তি খরচ গুনতে হচ্ছে।
কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছর উপজেলায় ৭ হাজার ৬৫ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। যেসব চাষির গম গত বুধবার রাতে বৃষ্টি ও হালকা বাতাসে পড়ে গেছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখছে কৃষি অফিস।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, যেহেতু গমের দানা শক্ত হয়ে গেছে, তাই বৃষ্টি ও বাতাসে গম পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৬ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৭ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২০ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২০ মিনিট আগে