Ajker Patrika

১ ডিসেম্বর থেকে ঢাকায় চালু হচ্ছে ১২০টি নতুন বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১ ডিসেম্বর থেকে ঢাকায় চালু হচ্ছে ১২০টি নতুন বাস

১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে বাস রুট রেশনালাইজেশনের ১২০টি নতুন বাস। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে বাস রুট রেশনালাইজেশনের ১৮তম সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এই ঘোষণা দিয়েছেন। 

এ সময় মেয়র বলেন, ‘আমরা সবাই মিলে বাস রুট রেশনালাইজেশনকে একটি চূড়ান্ত সমাধানের কাছাকাছি নিয়ে এসেছি। ১ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এই বাসের উদ্বোধন করা হবে। এর নাম হবে ঢাকা নগর পরিবহন। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত এ সেবা চলবে। পর্যায়ক্রমে বাকি পথগুলোতে শুরু হবে। সবুজ, হলুদ, লাল রঙের ক্লাস্টারের কাজ করছি। কাজটি জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে করা হবে। এরপর পর্যায়ক্রমে বাকি রুটগুলো নির্ধারণের কাজ শুরু হবে। 

মেয়র আরও বলেন, বাস রুট রেশনালাইজেশনের জন্য বাংলাদেশ ব্যাংক ১০০ কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করেছে। তবে সেটা এই মুহূর্তে লাগবে না। পরবর্তীতে সেটা নিয়ে বাস মালিকেরা চাইলে নতুন বাস নামাতে পারবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভাএ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন সময়ে এটা নিয়ে মিটিং করেছি। বিজয়ের মাসে আমরা সময় নির্ধারণ করেছি। এর জন্য ৪০টি যাত্রী ছাউনি এবং ১৬টি বাস বের করা হবে। ১৪ তারিখে নতুন বাসের ডিজাইন হবে। আমি মনে করি এতে ঢাকার পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা ফিরে আসবে। তবে এই রুটে লাইসেন্স ছাড়া কেউ বাস চালাতে পারবে না।

সভায় দুই মেয়র জানান, ২০১৯ এর ১ জানুয়ারির আগের কোনো বাস এই রুটে চলবে না। সব বাস নতুন হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত