নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার ছেলের কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে টাকা দাবির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে এক লাখ টাকা দাবির কথা শোনা যায়। তবে টাকা দাবির বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণ।
ভুক্তভোগীর স্বজনেরা জানিয়েছেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার হাজী সফুর উদ্দিনের ছেলে জাহাঙ্গীরের কাছে এই টাকা দাবি করেন।
ভাইরাল অডিওতে শোনা যায়, হিরণ জাহাঙ্গীরের উদ্দেশে বলেন, ‘তোমরা কি আমারে পাগল মনে করো, নাকি আমি ছাগল? তুমি বলছ সকালে আসবা এক লাখ টাকা নিয়া। তুমি আসো। তোমার কাছে টাকা না থাকলে কি তোমাকে বেঁধে রাখব? টাকা না থাকলে তোমার বাবাকে বের করে টাকা আদায় করব, তাতেই চলবে। তুই সকাল বেলা এক লাখ টাকা নিয়ে আয়। বাকি টাকা তোমার বাবাকে বের করে তার কাছ থেকে নেব। তুই যেই গাড়ি দিয়ে ঘোরাফেরা করোস, সেই গাড়ি বন্ধক দিয়ে আমি টাকা নেব। বাকি টাকা তোর বাবার কাছ থেকে নেব আমি। তোদের কি আল্লাহ কম দিছে? সকাল ৮টা-৯টার দিকে এক লাখ টাকা রেডি রাখিস।’
বিষয়টি নিশ্চিত করে ধামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাজি মো. সফুর উদ্দিন বলেন, ‘অডিও রেকর্ডের বিষয়টি সত্য। বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণ বিভিন্ন সময় আমার পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। আমার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা আছে। এই মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে তিন দফায় আমার পরিবারের কাছ থেকে ১৯ লাখ টাকা নিছে হিরণসহ তার লোকজন। দেড় মাস আগে আমার ছেলের কাছ থেকে এক লাখ টাকা নিছে। সেই ঘটনার অডিও রেকর্ড আপনারা পেয়েছেন। সে আমার অনেক ক্ষতি করেছে।’
সফুর উদ্দিন আরও বলেন, ‘আমার নাম মামলায় যুক্ত করেছে হিরণ। এখন সেই মামলা থেকে মুক্ত করে দিবে—এমন কথা বলে দফায় দফায় টাকা নিয়েছে। ২০২২ সালে একটি হত্যা মামলায় আমাকে জড়ানো হয়েছে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারটি মামলা দিয়েছে আমার নামে। এই মামলাগুলো সব রাজনৈতিক মামলা।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বলেন, ‘অডিও রেকর্ডটি এডিট করা। আমি তাদের কাছে টাকা চাইনি। উল্টো তারা মামলা থেকে খালাস পেতে আমাকে বারবার ফোন করেছে। কিন্তু আমি কোনো সুপারিশে যাব না।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আমি এটা নিয়ে হিরণের সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে অডিও রেকর্ডটি এডিট করা। তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার ছেলের কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে টাকা দাবির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে এক লাখ টাকা দাবির কথা শোনা যায়। তবে টাকা দাবির বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণ।
ভুক্তভোগীর স্বজনেরা জানিয়েছেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার হাজী সফুর উদ্দিনের ছেলে জাহাঙ্গীরের কাছে এই টাকা দাবি করেন।
ভাইরাল অডিওতে শোনা যায়, হিরণ জাহাঙ্গীরের উদ্দেশে বলেন, ‘তোমরা কি আমারে পাগল মনে করো, নাকি আমি ছাগল? তুমি বলছ সকালে আসবা এক লাখ টাকা নিয়া। তুমি আসো। তোমার কাছে টাকা না থাকলে কি তোমাকে বেঁধে রাখব? টাকা না থাকলে তোমার বাবাকে বের করে টাকা আদায় করব, তাতেই চলবে। তুই সকাল বেলা এক লাখ টাকা নিয়ে আয়। বাকি টাকা তোমার বাবাকে বের করে তার কাছ থেকে নেব। তুই যেই গাড়ি দিয়ে ঘোরাফেরা করোস, সেই গাড়ি বন্ধক দিয়ে আমি টাকা নেব। বাকি টাকা তোর বাবার কাছ থেকে নেব আমি। তোদের কি আল্লাহ কম দিছে? সকাল ৮টা-৯টার দিকে এক লাখ টাকা রেডি রাখিস।’
বিষয়টি নিশ্চিত করে ধামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাজি মো. সফুর উদ্দিন বলেন, ‘অডিও রেকর্ডের বিষয়টি সত্য। বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণ বিভিন্ন সময় আমার পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। আমার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা আছে। এই মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে তিন দফায় আমার পরিবারের কাছ থেকে ১৯ লাখ টাকা নিছে হিরণসহ তার লোকজন। দেড় মাস আগে আমার ছেলের কাছ থেকে এক লাখ টাকা নিছে। সেই ঘটনার অডিও রেকর্ড আপনারা পেয়েছেন। সে আমার অনেক ক্ষতি করেছে।’
সফুর উদ্দিন আরও বলেন, ‘আমার নাম মামলায় যুক্ত করেছে হিরণ। এখন সেই মামলা থেকে মুক্ত করে দিবে—এমন কথা বলে দফায় দফায় টাকা নিয়েছে। ২০২২ সালে একটি হত্যা মামলায় আমাকে জড়ানো হয়েছে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারটি মামলা দিয়েছে আমার নামে। এই মামলাগুলো সব রাজনৈতিক মামলা।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বলেন, ‘অডিও রেকর্ডটি এডিট করা। আমি তাদের কাছে টাকা চাইনি। উল্টো তারা মামলা থেকে খালাস পেতে আমাকে বারবার ফোন করেছে। কিন্তু আমি কোনো সুপারিশে যাব না।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আমি এটা নিয়ে হিরণের সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে অডিও রেকর্ডটি এডিট করা। তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বিভিন্ন দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদির নামে রাজধানীতে সম্প্রতি যখন-তখন সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে...
৮ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দুজন হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের আবু সিদ্দিক (৪০) ও তাঁর ভাই আবু তাহের (৩৬)। গতকাল রোববার দুপুরে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ...
৪৪ মিনিট আগেঝিনাইদহের মহেশপুরে চোরাচালান নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর পায়ে দুটি গুলি লেগেছে। উপজেলার পল্লাটিপাড়া গ্রামে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন...
১ ঘণ্টা আগেদুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
৮ ঘণ্টা আগে