Ajker Patrika

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৪ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৪ 

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে মধুমিতা লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত ওই শিশুর নাম নুরে আলম নোমান (৮)। সে পঞ্চগড় জেলার আটোয়ারি থানার যাদবপাটি সরকারপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, অটোরিকশার চালক মফিজুল ইসলাম (৩০), আব্দুল হাকিম (৩০) ও নাজমুল ইসলাম (১৬)। এ ঘটনায় অপর এক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে মধুমিতা লেভেলক্রসিং এলাকায় পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি রেললাইন পার হচ্ছিল। এ সময় জয়দেবপুরগামী তুরাগ ট্রেন ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির। আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আনা হয়। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নুর মোহাম্মদ বলেন, পুলিশ মরদেটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাইপ্রাসে বিপুল জমি কিনছে ইসরায়েলিরা, দেশ বেদখলের শঙ্কা রাজনীতিবিদদের

যুদ্ধের পর এ যেন এক নতুন ইরান, জনগণের মতো বদলে গেছে সরকারও

কর্মীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল বিমান বাংলাদেশ

বংশরক্ষায় মৃত ছেলের শুক্রাণু চান মা, সংরক্ষণের নির্দেশ মুম্বাই হাইকোর্টের

আমাকে ধর্ষণের সময় পাশে দাঁড়িয়ে দেখছিল দুই যুবক: ধর্ষণের শিকার তরুণী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত