Ajker Patrika

যাত্রাবাড়ীতে আ.লীগ নেতা হত্যায় যুবদল নেতা ফাহিম ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যাত্রাবাড়ীতে আ.লীগ নেতা হত্যায় যুবদল নেতা ফাহিম ফের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবু হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি যাত্রাবাড়ী থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ফাহিমকে ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই রিমান্ড মঞ্জুর করেন। 

দুই দিনের রিমান্ড শেষে বিকেলে ফাহিমকে আদালতে হাজির করে পুলিশ। তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুই দিন মঞ্জুর করেন। 

এর আগে গত বৃহস্পতিবার তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। গত বুধবার রাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে ফাহিমকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও ব্যবসাকে কেন্দ্র করে যুবদল নেতা ফাহিম আওয়ামী লীগ নেতা হাবুকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। 

গত ১৬ আগস্ট সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবু যাত্রাবাড়ী থানাধীন নিরালা হার্ডওয়্যারের সামনে পৌঁছালে ফাহিমসহ এজাহারভুক্ত আসামিরা ছুরি, চাপাতি ও চাকু দিয়ে হাবুর পেটের ডানপাশে আঘাত করেন। এতে হাবুর মৃত্যু হয়। পরে তার মরদেহ ফেলে পালিয়ে যান আসামিরা। ঘটনার পরদিন নিহত হাবুর ভাই মো. বাচ্চু মিয়া বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়। 

 এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন-ফালান ওরফে কানা ফালান, মো. সেলিম, মো. আল আমিন ও সুজন আকন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত