ফরিদপুর প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ‘বিএনপি বলেছিল, তাদের ছাড়া কোনো নির্বাচন হবে না। কিন্তু সবাই দেখল নির্বাচন হলো। এরপর বলল, নির্বাচন হলেও বিদেশিরা স্বীকৃতি দেবে না। বিদেশিরাও স্বীকৃতি দিল। সবই তো হলো, এবার দয়া করে আগামী যেকোনো নির্বাচনে অংশ নেন। রাজনৈতিক কর্মসূচির নামে শান্তি–শৃঙ্খলা ভঙ্গ করবেন না।
আজ বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। সারা বিশ্ব আজ এই দেশের দিকে তাকিয়ে থাকে। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেশই হবে সৌদি আরব, এই দেশই হবে সিঙ্গাপুর।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র হয়েছে, পরেও ষড়যন্ত্র হচ্ছে। তবে যত ষড়যন্ত্র হয়েছে এ পর্যন্ত সব ষড়যন্ত্রেই শেখ হাসিনার বিজয় হয়েছে। কারণ, আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনার সঙ্গে আছেন।’
মন্ত্রিত্ব পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ভেবেছিলাম হয়তো এমন এক জায়গায় আমাকে দেবে, যেখানে থেকে আরও কিছু কাজ করার সময় পাব। এখন দেখলাম এমন জায়গায় এসেছি, এই জায়গায় তিতপুঁটি, ট্যাংরা (মাছ) নানা ধরনের কাজ।’
নিজের বিরোধিতাকারীদের সমালোচনা করে মৎস্য মন্ত্রী বলেন, ‘কিছু কিছু মানুষের ওপর আমার দুঃখ-কষ্ট আছে, আমি ওদের কি ক্ষতি করলাম? তবু কিছু কথা থেকে যায়। আল্লাহ যেন আমাকে ওদের ক্ষমা করে দেওয়ার তৌফিক দেন।’
আব্দুর রহমান আরও বলেন, ‘ন্যায়ের সংগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেব। তবু অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেব না। এই মাটিকে কলুষযুক্ত করে যাওয়ার চেষ্টা করে যাব। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–মন্ত্রীর সহধর্মিণী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জী, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা, পান্না গ্রুপের চেয়ারম্যান লোকমান হোসেন খান প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ‘বিএনপি বলেছিল, তাদের ছাড়া কোনো নির্বাচন হবে না। কিন্তু সবাই দেখল নির্বাচন হলো। এরপর বলল, নির্বাচন হলেও বিদেশিরা স্বীকৃতি দেবে না। বিদেশিরাও স্বীকৃতি দিল। সবই তো হলো, এবার দয়া করে আগামী যেকোনো নির্বাচনে অংশ নেন। রাজনৈতিক কর্মসূচির নামে শান্তি–শৃঙ্খলা ভঙ্গ করবেন না।
আজ বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। সারা বিশ্ব আজ এই দেশের দিকে তাকিয়ে থাকে। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেশই হবে সৌদি আরব, এই দেশই হবে সিঙ্গাপুর।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র হয়েছে, পরেও ষড়যন্ত্র হচ্ছে। তবে যত ষড়যন্ত্র হয়েছে এ পর্যন্ত সব ষড়যন্ত্রেই শেখ হাসিনার বিজয় হয়েছে। কারণ, আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনার সঙ্গে আছেন।’
মন্ত্রিত্ব পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ভেবেছিলাম হয়তো এমন এক জায়গায় আমাকে দেবে, যেখানে থেকে আরও কিছু কাজ করার সময় পাব। এখন দেখলাম এমন জায়গায় এসেছি, এই জায়গায় তিতপুঁটি, ট্যাংরা (মাছ) নানা ধরনের কাজ।’
নিজের বিরোধিতাকারীদের সমালোচনা করে মৎস্য মন্ত্রী বলেন, ‘কিছু কিছু মানুষের ওপর আমার দুঃখ-কষ্ট আছে, আমি ওদের কি ক্ষতি করলাম? তবু কিছু কথা থেকে যায়। আল্লাহ যেন আমাকে ওদের ক্ষমা করে দেওয়ার তৌফিক দেন।’
আব্দুর রহমান আরও বলেন, ‘ন্যায়ের সংগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেব। তবু অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেব না। এই মাটিকে কলুষযুক্ত করে যাওয়ার চেষ্টা করে যাব। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–মন্ত্রীর সহধর্মিণী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জী, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা, পান্না গ্রুপের চেয়ারম্যান লোকমান হোসেন খান প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
২৯ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩০ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে