Ajker Patrika

কিউআর কোডযুক্ত ২ লাখ রিকশা নিবন্ধন দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কিউআর কোডযুক্ত ২ লাখ রিকশা নিবন্ধন দেবে ডিএনসিসি

রাজধানী ঢাকায় লাইসেন্স ছাড়াই অনেক অবৈধ রিকশা চলছে। রিকশাগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে কিউআর কোডযুক্ত লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রথমে দুই লাখ রিকশাকে ডিজিটাল লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, ‘ঢাকা শহরে ২৮ হাজার রিকশার লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু এখন প্রায় দশ লাখের বেশি রিকশা চলছে। এগুলো কোনো শৃঙ্খলার মধ্যে নেই, কোনো ডেটাবেজ নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগের অনিবন্ধিত রিকশা তুলে দিয়ে নতুন করে কিউআর কোডযুক্ত ২ লাখ রিকশা নিবন্ধন দেব।’

আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনে ‘স্মার্ট হাট, স্মার্ট বাংলাদেশ’ অভিজ্ঞতা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

মেয়র আতিক বলেন, ‘রাজধানীতে এত রিকশা কীভাবে এলো, এর কোনো ডাটাবেজ নেই, শৃঙ্খলা নেই। আমরা পরিকল্পনা করে ফেলেছি প্রাথমিকভাবে ২ লাখ রিকশা কিউআর কোডের মাধ্যমে চালু করব। আগের যেসব রিকশা আছে সেগুলো ক্লোজ করা হবে এবং শুধুমাত্র কিউআর কোডযুক্ত রিকশা চলবে ঢাকার রাস্তায়। এর মাধ্যমে একটা সিস্টেম তৈরি হবে। কিউআর স্ক্যান করলেই বোঝা যাবে এই রিকশা কোথাকার, মালিক কে, গ্যারেজ কোথায়। অর্থাৎ যাবতীয় তথ্য পাওয়া যাবে এই কিউআর কোডের মাধ্যমে।’

বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। ডিএনসিসির ৪৮ হাজার লাইট সেন্ট্রাল থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। লাইটগুলো ডিমিং করে রাত ৮ টা-১২টা পর্যন্ত ৫০ শতাংশ এবং রাত ১২ টা-৪টা পর্যন্ত ৬৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করছি।’

রাজধানীতে গাড়ি পার্কিংয়ের বিষয়টি উল্লেখ করে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আগামী মাস থেকে রাস্তার পাশে পার্কিং করার জন্য ৫০০টি স্থান নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা গুলশান, বারিধারা এলাকায় পাইলটিং হিসেবে চালু করব। এটি হবে স্মার্ট ডিজিটাল সিস্টেম। আইওটি এবং মোবাইলের মাধ্যমে এটি পরিচালিত হবে। ইউজার দেওয়ার মাধ্যমে আমরা এই সার্ভিসটি চালু করতে যাচ্ছি। আধুনিক সিটি গড়ার লক্ষ্য থেকেই আমাদের এই পদক্ষেপ। ধীরে ধীরে পুরো উত্তর সিটি করপোরেশন এলাকায় আমরা এটি চালু করার উদ্যোগ গ্রহণ করেছি।’

এ সময় তিনি অনলাইনভিত্তিক সেবাসমূহ গ্রহণ করে নগরবাসীকে ডিএনসিসিকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। ডিএনসিসি মেয়র বলেন, ‘আপনারা যদি কোথাও ম্যানহোলের ঢাকনা খোলা, ফুটপাতে ময়লা, জলাবদ্ধতাসহ অন্য সমস্যা দেখেন দয়া করে ছবি তুলে ‘সবার ঢাকা’ অ্যাপে আপলোড করুন। কথা দিচ্ছি আমরা ২৪ ঘণ্টার মধ্যে সেটা সমাধান করার ব্যবস্থা নেব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশীদ আলম, স্মার্ট হাটে অংশ নেওয়া ছয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিকাশ, মাস্টারকার্ড, ভিসাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছয়টি পশুর হাটের ইজারাদার, ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত