সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঈদুল আজহা সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। তবে নারায়ণগঞ্জ অংশে কোথাও কোনো যানজট নেই। বুধবার (৪ জুন) সকালে সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, স্বাভাবিক দিনের তুলনায় যান চলাচল ও যাত্রীর চাপ বেড়েছে। বিভিন্ন বাস কাউন্টারে ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ফলে কাউন্টারগুলোতে টিকিট বিক্রির ব্যস্ততা দেখা গেছে।
এদিকে দূরপাল্লার কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, নির্ধারিত ভাড়ার চেয়েও ৫০ থেকে ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে বাস কাউন্টার কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন।
নোয়াখালীগামী যাত্রী রহমতুল্লাহ বলেন, “গ্রামে কোরবানি দেব, তাই আজই রওনা হয়েছি। রাস্তা ফাঁকা আছে শুনেছি, তবে কাউন্টার থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা বেশি নিয়েছে।”
দুই সন্তান নিয়ে কুমিল্লায় যাবার জন্য অপেক্ষমান লিজা বেগম বলেন, “আমরা প্রতিবছর গ্রামে শ্বশুরবাড়িতে ঈদ করি। স্বামী কাল ছুটি পাবেন, তিনিও কাল যাবেন। গার্মেন্টস ছুটি হলে ভিড় বাড়বে, তাই আগেভাগেই যাচ্ছি।”
শিমরাইল বাসস্ট্যান্ডে সেন্টমার্টিন এক্সপ্রেসের দায়িত্বে থাকা মেদেহী হাসান বলেন, “আমরা আগের ভাড়াতেই টিকিট দিচ্ছি। বরং যাত্রীরা নির্ধারিত ভাড়া দিতে চান না। ৯০০ টাকার ভাড়ায় ৭০০ দিতে চায়।”
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, “মহাসড়কে চাপ থাকলেও কোথাও যানজট নেই। আমাদের ২৭ জন পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবীরা মহাসড়কে কাজ করছে। এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাইনি।”
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখনো ফাঁকা, তবে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ধীরগতির। অতিরিক্ত ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখনো বাড়তি ভাড়ার বিষয়ে কোনো অভিযোগ আসেনি।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “ঈদকে কেন্দ্র করে আমাদের দুটি টহল টিম রাউন্ডে রয়েছে। মানুষের নিরাপত্তায় আমরা সতর্ক আছি।”
ঈদুল আজহা সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। তবে নারায়ণগঞ্জ অংশে কোথাও কোনো যানজট নেই। বুধবার (৪ জুন) সকালে সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, স্বাভাবিক দিনের তুলনায় যান চলাচল ও যাত্রীর চাপ বেড়েছে। বিভিন্ন বাস কাউন্টারে ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ফলে কাউন্টারগুলোতে টিকিট বিক্রির ব্যস্ততা দেখা গেছে।
এদিকে দূরপাল্লার কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, নির্ধারিত ভাড়ার চেয়েও ৫০ থেকে ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে বাস কাউন্টার কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন।
নোয়াখালীগামী যাত্রী রহমতুল্লাহ বলেন, “গ্রামে কোরবানি দেব, তাই আজই রওনা হয়েছি। রাস্তা ফাঁকা আছে শুনেছি, তবে কাউন্টার থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা বেশি নিয়েছে।”
দুই সন্তান নিয়ে কুমিল্লায় যাবার জন্য অপেক্ষমান লিজা বেগম বলেন, “আমরা প্রতিবছর গ্রামে শ্বশুরবাড়িতে ঈদ করি। স্বামী কাল ছুটি পাবেন, তিনিও কাল যাবেন। গার্মেন্টস ছুটি হলে ভিড় বাড়বে, তাই আগেভাগেই যাচ্ছি।”
শিমরাইল বাসস্ট্যান্ডে সেন্টমার্টিন এক্সপ্রেসের দায়িত্বে থাকা মেদেহী হাসান বলেন, “আমরা আগের ভাড়াতেই টিকিট দিচ্ছি। বরং যাত্রীরা নির্ধারিত ভাড়া দিতে চান না। ৯০০ টাকার ভাড়ায় ৭০০ দিতে চায়।”
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, “মহাসড়কে চাপ থাকলেও কোথাও যানজট নেই। আমাদের ২৭ জন পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবীরা মহাসড়কে কাজ করছে। এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাইনি।”
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখনো ফাঁকা, তবে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ধীরগতির। অতিরিক্ত ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখনো বাড়তি ভাড়ার বিষয়ে কোনো অভিযোগ আসেনি।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “ঈদকে কেন্দ্র করে আমাদের দুটি টহল টিম রাউন্ডে রয়েছে। মানুষের নিরাপত্তায় আমরা সতর্ক আছি।”
সিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সঙ্গে যারা জড়িত, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে এর প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
৫ মিনিট আগেগোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
১৩ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
৪৪ মিনিট আগে