কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি গাজীপুরের কাপাসিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরের কাপাসিয়া ধান বাজারে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাজউদ্দীন আহমদের দ্বিতীয় কন্যা ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
রিমি বলেন, তাজউদ্দীন আহমদ দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯৭১ সালে তাজউদ্দীন আহমদের লক্ষ্যই ছিল বঙ্গবন্ধুকে মুক্ত করা এবং দেশকে স্বাধীন করা। সেই স্বাধীন দেশের মাটিতে বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনা। তিনি রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা।
নেতা–কর্মীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, ‘আজকে ছাত্র রাজনীতিতে সেই জ্ঞানের দরকার। সেই জ্ঞান ও আদর্শ যদি অর্জন করতে পারা যায়, তবে তাদের আদর্শ বুকে ধারণ করা যায়। আজ আমরা কেন বড় মানুষদের যারা ইতিহাস সৃষ্টি করেছেন তাদের জন্ম ও মৃত্যু দিবস স্মরণ করি। তাদের কর্মজীবন থেকে শিক্ষা ও জ্ঞান নিয়ে তা অনুকরণীয় করে সেই বিষয়গুলোকে আমরা আমাদের মধ্যে প্রতিফলন ঘটাতে পারি। সেই রকমই আজকে আমরা তাজউদ্দীন আহমদকে স্মরণ করব।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান।
এর আগে সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাজউদ্দীন চত্বরে আওয়ামী লীগের নেতা–কর্মী ও উপজেলা প্রশাসন তাজউদ্দীন আহমেদের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
তাজউদ্দীন আহমদ ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মৌলভি মো. ইয়াসিন খান এবং মাতা মেহেরুননেসা খান। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যা ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিত। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যার পর তাজউদ্দীন আহমদ ও তিনজন জাতীয় নেতাসহ তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী করে রাখা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর তাঁকে হত্যা করা হয়, যা ইতিহাসের নৃশংস ‘জেল হত্যা’ নামে পরিচিত।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি গাজীপুরের কাপাসিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরের কাপাসিয়া ধান বাজারে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাজউদ্দীন আহমদের দ্বিতীয় কন্যা ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
রিমি বলেন, তাজউদ্দীন আহমদ দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯৭১ সালে তাজউদ্দীন আহমদের লক্ষ্যই ছিল বঙ্গবন্ধুকে মুক্ত করা এবং দেশকে স্বাধীন করা। সেই স্বাধীন দেশের মাটিতে বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনা। তিনি রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা।
নেতা–কর্মীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, ‘আজকে ছাত্র রাজনীতিতে সেই জ্ঞানের দরকার। সেই জ্ঞান ও আদর্শ যদি অর্জন করতে পারা যায়, তবে তাদের আদর্শ বুকে ধারণ করা যায়। আজ আমরা কেন বড় মানুষদের যারা ইতিহাস সৃষ্টি করেছেন তাদের জন্ম ও মৃত্যু দিবস স্মরণ করি। তাদের কর্মজীবন থেকে শিক্ষা ও জ্ঞান নিয়ে তা অনুকরণীয় করে সেই বিষয়গুলোকে আমরা আমাদের মধ্যে প্রতিফলন ঘটাতে পারি। সেই রকমই আজকে আমরা তাজউদ্দীন আহমদকে স্মরণ করব।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান।
এর আগে সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাজউদ্দীন চত্বরে আওয়ামী লীগের নেতা–কর্মী ও উপজেলা প্রশাসন তাজউদ্দীন আহমেদের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
তাজউদ্দীন আহমদ ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মৌলভি মো. ইয়াসিন খান এবং মাতা মেহেরুননেসা খান। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যা ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিত। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যার পর তাজউদ্দীন আহমদ ও তিনজন জাতীয় নেতাসহ তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী করে রাখা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর তাঁকে হত্যা করা হয়, যা ইতিহাসের নৃশংস ‘জেল হত্যা’ নামে পরিচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২১ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে