Ajker Patrika

গোপালগঞ্জে বাস চাপায় ব্যবসায়ীসহ নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বাস চাপায় ব্যবসায়ীসহ নিহত ২

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ আরও দুজন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়া এলাকায় ও সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের দীনবন্ধু মজুমদারের ছেলে ব্যবসায়ী নৃপেন মজুমদার (৫৫) ও কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত আমির শেখের ছেলে ভ্যানচালক ছকু শেখ (৬৫)। 

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে ভ্যানে যাত্রী নিয়ে কাশিয়ানীর ফুকরা দক্ষিণ পাড়ার মিল্টন বাজার যাচ্ছিলেন ভ্যান চালক ছকু শেখ। ভ্যানটি ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে পেছন দিক থেকে ছেড়ে আসা খুলনাগামী হামিম পরিবহনের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ছকু শেখ ঘটনাস্থলেই নিহত হন। এতে ভ্যানের যাত্রী নিলুফা বেগম আহত হন। নিলুফাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকে করে মালামাল নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা এলাকা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী নৃপেন মজুমদার। ইজিবাইকটি সদর উপজেলার কাজুলিয়া এলাকায় পৌঁছালে কোটালীপাড়াগামী দ্রুতগতির একটি লোকাল বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী নৃপেন নিহত হন ও ইজিবাইক চালক ভজন বিশ্বাস গুরুতর আহত হন। ইজিবাইক চালক ভজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত