গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ আরও দুজন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়া এলাকায় ও সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের দীনবন্ধু মজুমদারের ছেলে ব্যবসায়ী নৃপেন মজুমদার (৫৫) ও কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত আমির শেখের ছেলে ভ্যানচালক ছকু শেখ (৬৫)।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে ভ্যানে যাত্রী নিয়ে কাশিয়ানীর ফুকরা দক্ষিণ পাড়ার মিল্টন বাজার যাচ্ছিলেন ভ্যান চালক ছকু শেখ। ভ্যানটি ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে পেছন দিক থেকে ছেড়ে আসা খুলনাগামী হামিম পরিবহনের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ছকু শেখ ঘটনাস্থলেই নিহত হন। এতে ভ্যানের যাত্রী নিলুফা বেগম আহত হন। নিলুফাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকে করে মালামাল নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা এলাকা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী নৃপেন মজুমদার। ইজিবাইকটি সদর উপজেলার কাজুলিয়া এলাকায় পৌঁছালে কোটালীপাড়াগামী দ্রুতগতির একটি লোকাল বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী নৃপেন নিহত হন ও ইজিবাইক চালক ভজন বিশ্বাস গুরুতর আহত হন। ইজিবাইক চালক ভজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ আরও দুজন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়া এলাকায় ও সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের দীনবন্ধু মজুমদারের ছেলে ব্যবসায়ী নৃপেন মজুমদার (৫৫) ও কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত আমির শেখের ছেলে ভ্যানচালক ছকু শেখ (৬৫)।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে ভ্যানে যাত্রী নিয়ে কাশিয়ানীর ফুকরা দক্ষিণ পাড়ার মিল্টন বাজার যাচ্ছিলেন ভ্যান চালক ছকু শেখ। ভ্যানটি ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে পেছন দিক থেকে ছেড়ে আসা খুলনাগামী হামিম পরিবহনের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ছকু শেখ ঘটনাস্থলেই নিহত হন। এতে ভ্যানের যাত্রী নিলুফা বেগম আহত হন। নিলুফাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকে করে মালামাল নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা এলাকা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী নৃপেন মজুমদার। ইজিবাইকটি সদর উপজেলার কাজুলিয়া এলাকায় পৌঁছালে কোটালীপাড়াগামী দ্রুতগতির একটি লোকাল বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী নৃপেন নিহত হন ও ইজিবাইক চালক ভজন বিশ্বাস গুরুতর আহত হন। ইজিবাইক চালক ভজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ এ চার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমজাদ শেখ তাদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
১০ মিনিট আগেকাউন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বৃহত্তর ঢাকাসহ বৃহত্তর ময়মনসিংহে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মোটরমালিক সমিতি। আজ মঙ্গলবার দুপুরে নগরীর মাসকান্দায় ঢাকাগামী বাসস্ট্যান্ডের কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এর জেরে বাস চলাচল বন্ধ রাখা হয়।
১২ মিনিট আগেসাতক্ষীরায় স্কুলশিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে বিএনপি নেতা ইসলাম কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর উপজেলার বল্লী গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক এ কথা নিশ্চিত করেন।
১৪ মিনিট আগেঝালকাঠির নলছিটিতে নেশার টাকা না দেওয়ায় আব্দুস সোবাহান (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছেন তাঁর মাদকাসক্ত ছেলে জুয়েল (২৫)। গতকাল সোমবার (১৮ আগস্ট) দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে