নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কারওয়ান বাজারে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয়ের সেবা কার্যক্রম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিএনসিসি অঞ্চল-৫ কার্যালয়ের ভবনটিতে একাধিক জায়গায় ছাদের আস্তর খসে রড বেরিয়ে গেছে। সিঁড়িতে ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল। যেকোনো সময় ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা করছে।
ডিএনসিসির সূত্রে জানা গেছে, সম্প্রতি ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কক্ষের ছাদের একাংশ খসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হননি। কক্ষটি বর্তমানে তালাবন্ধ করে রাখা হয়েছে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ এখন অন্য একজন কর্মকর্তার রুম ভাগাভাগি করে অফিস করেন।
আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কারওয়ান বাজারে রংচটা দুই তলা ভবনটির সিঁড়ি বেয়ে উঠতে চোখে পড়েছে দেয়াল ফাটলের চিহ্ন। ভবনের এমন পরিস্থিতিতেও আঞ্চলিক কার্যালয়ের সেবা কার্যক্রম থেমে নেই।
ওই কার্যালয়ে কথা হয় ফার্মগেটের ব্যবসায়ী আশিকুজ্জামানের সঙ্গে। তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করতে এসেছেন। আশিকুজ্জামান জানান, ‘বেশ ঝুঁকিপূর্ণ ভবন। ট্রেড লাইসেন্সটা খুব প্রয়োজন, তাই এখানে আসতে হয়েছে।’
মেয়ের জন্ম নিবন্ধনের কাজে এসেছেন কলাবাগান এলাকার বাসিন্দা নার্গিস আক্তার। তিনি বলেন, ‘ভবনটি অনেক পুরোনো। তবে এটা ভেঙে পড়তে পারে এমন ধারণা তাঁর ছিল না।’
ঝুঁকির কথা জেনেও কারওয়ান বাজার আঞ্চলিক কার্যালয়ে প্রতিদিন অফিস করেন উপ-সহকারী প্রকৌশলী রোটন ভৌমিক। তিনি বলেন, ‘ভয় তো লাগেই। না এসে তো উপায় নেই।’
ডিএনসিসির অঞ্চল-৫ এর তথ্যমতে, আঞ্চলিক এই কার্যালয়টিতে ডিএনসিসির প্রায় ১৫০ কর্মী কাজ করে। এতে প্রতিদিন সেবা নিতে আসে ডিএনসিসির ৯টি ওয়ার্ডের (২৬-৩৪ ওয়ার্ড) এক হাজারের বেশি সেবাগ্রহীতা।
এ বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত অনেক আগে থেকেই। সম্প্রতি ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিমধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ভবনটি পরিদর্শন করেছেন।’
আঞ্চলিক কার্যালয় শিগগিরই স্থানান্তর করা হবে জানিয়ে মোতাকাব্বীর আহমেদ বলেন, ‘কারওয়ান বাজার থেকে আঞ্চলিক কার্যালয় দ্রুত স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে ডিএনসিসির কমিউনিটি সেন্টারে অফিস হবে আঞ্চলিক কার্যালয় সরিয়ে নেওয়া হবে। ওখানে এখন র্যাব অফিস রয়েছে, সেটা সরানো হবে। ৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে মিটিং হয়েছে। অফিস স্থানান্তর করতে আরও ১৫ দিন সময় লাগবে।’
২০১৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কারওয়ান বাজারের আঞ্চলিক কার্যালয়ের ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এর সঙ্গে ঢাকা উত্তর সিটির মালিকানাধীন আরও ১১টি মার্কেট ভবনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এর মধ্যে কয়েকটি ভবন পুরোপুরি ভেঙে ফেলার, কয়েকটি রেট্রোফিটিংয়ের (নির্মিত ভবনের সক্ষমতা বাড়ানো) সুপারিশ দেয় বুয়েট। ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের বাজার শাখার তালিকায়ও ওই মার্কেট ভবনকে পরিত্যক্ত দেখানো হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয়ের সেবা কার্যক্রম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিএনসিসি অঞ্চল-৫ কার্যালয়ের ভবনটিতে একাধিক জায়গায় ছাদের আস্তর খসে রড বেরিয়ে গেছে। সিঁড়িতে ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল। যেকোনো সময় ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা করছে।
ডিএনসিসির সূত্রে জানা গেছে, সম্প্রতি ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কক্ষের ছাদের একাংশ খসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হননি। কক্ষটি বর্তমানে তালাবন্ধ করে রাখা হয়েছে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ এখন অন্য একজন কর্মকর্তার রুম ভাগাভাগি করে অফিস করেন।
আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কারওয়ান বাজারে রংচটা দুই তলা ভবনটির সিঁড়ি বেয়ে উঠতে চোখে পড়েছে দেয়াল ফাটলের চিহ্ন। ভবনের এমন পরিস্থিতিতেও আঞ্চলিক কার্যালয়ের সেবা কার্যক্রম থেমে নেই।
ওই কার্যালয়ে কথা হয় ফার্মগেটের ব্যবসায়ী আশিকুজ্জামানের সঙ্গে। তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করতে এসেছেন। আশিকুজ্জামান জানান, ‘বেশ ঝুঁকিপূর্ণ ভবন। ট্রেড লাইসেন্সটা খুব প্রয়োজন, তাই এখানে আসতে হয়েছে।’
মেয়ের জন্ম নিবন্ধনের কাজে এসেছেন কলাবাগান এলাকার বাসিন্দা নার্গিস আক্তার। তিনি বলেন, ‘ভবনটি অনেক পুরোনো। তবে এটা ভেঙে পড়তে পারে এমন ধারণা তাঁর ছিল না।’
ঝুঁকির কথা জেনেও কারওয়ান বাজার আঞ্চলিক কার্যালয়ে প্রতিদিন অফিস করেন উপ-সহকারী প্রকৌশলী রোটন ভৌমিক। তিনি বলেন, ‘ভয় তো লাগেই। না এসে তো উপায় নেই।’
ডিএনসিসির অঞ্চল-৫ এর তথ্যমতে, আঞ্চলিক এই কার্যালয়টিতে ডিএনসিসির প্রায় ১৫০ কর্মী কাজ করে। এতে প্রতিদিন সেবা নিতে আসে ডিএনসিসির ৯টি ওয়ার্ডের (২৬-৩৪ ওয়ার্ড) এক হাজারের বেশি সেবাগ্রহীতা।
এ বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত অনেক আগে থেকেই। সম্প্রতি ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিমধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ভবনটি পরিদর্শন করেছেন।’
আঞ্চলিক কার্যালয় শিগগিরই স্থানান্তর করা হবে জানিয়ে মোতাকাব্বীর আহমেদ বলেন, ‘কারওয়ান বাজার থেকে আঞ্চলিক কার্যালয় দ্রুত স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে ডিএনসিসির কমিউনিটি সেন্টারে অফিস হবে আঞ্চলিক কার্যালয় সরিয়ে নেওয়া হবে। ওখানে এখন র্যাব অফিস রয়েছে, সেটা সরানো হবে। ৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে মিটিং হয়েছে। অফিস স্থানান্তর করতে আরও ১৫ দিন সময় লাগবে।’
২০১৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কারওয়ান বাজারের আঞ্চলিক কার্যালয়ের ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এর সঙ্গে ঢাকা উত্তর সিটির মালিকানাধীন আরও ১১টি মার্কেট ভবনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এর মধ্যে কয়েকটি ভবন পুরোপুরি ভেঙে ফেলার, কয়েকটি রেট্রোফিটিংয়ের (নির্মিত ভবনের সক্ষমতা বাড়ানো) সুপারিশ দেয় বুয়েট। ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের বাজার শাখার তালিকায়ও ওই মার্কেট ভবনকে পরিত্যক্ত দেখানো হয়েছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে