Ajker Patrika

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৪: ০১
শ্রীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় আব্দুল লতিফ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল লতিফের (৭০) বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া বান্ডারিয়া এলাকায়। তিনি কয়েক বছর ধরে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমাতেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর রেললাইনের পাশে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শ্রীপুর রেলস্টেশনের কর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভিক্ষা করে জীবনযাপন এবং রেলওয়ে স্টেশনে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে থাকতেন আব্দুল লতিফ। রাত ১০টার দিকে রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী আন্তনগর ট্রেনটির ধাক্কায় রেললাইনে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনেরা লাশ নিয়ে যান। 

স্থানীয় বাসিন্দা আরফি প্রধান বলেন, মরদেহ গ্রামে পাঠানোর জন্য স্থানীয়দের কাছ থেকে কিছু টাকা তুলে নিহতের পরিবারকে দেওয়া হয়েছে। পাশাপাশি একটি পিকআপ ভাড়া করে দেওয়া হয়েছে মরদেহ নেওয়ার জন্য। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শহীদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘রাতেই শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে শুনলাম মরদেহ স্বজনেরা গ্রামের বাড়ি নিয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত