Ajker Patrika

গাজীপুরে জেলা আওয়ামী লীগ নেতার গাড়ির চাপায় নিহত ১

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১২: ৫৬
গাজীপুরে জেলা আওয়ামী লীগ নেতার গাড়ির চাপায় নিহত ১

গাজীপুরের শ্রীপুরে জেলা আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান পলানের গাড়ির চাপায় একজন নিহত হয়েছেন। আজ রবিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর-কাপাসিয়া সংযোগ সড়কের ধলাদিয়া ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত নারায়ণ চন্দ্র সাহার (৬০) বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায়। আক্তারুজ্জামান পলান গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন।

এসআই মো. কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। গাড়িটি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তারুজ্জামান পলানের বলে জানতে পেরেছি। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

এ নিয়ে জানতে চাইলে আক্তারুজ্জামান পলান বলেন, ‘দুর্ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। কীভাবে দুর্ঘটনা হয়েছে তা আমি এখনো জানতে পারিনি। কী হয়েছে জানতে খোঁজ-খবর নিচ্ছি।’

স্থানীয় ব্যবসায়ী আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল পৌনে ১০টার দিকে লাদিয়া ডিগ্রি কলেজের সামনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নারায়ণ চন্দ্র সাহা। এ সময় আক্তারুজ্জামান পলানের প্রাইভেট কার তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত