নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ‘আমাদের গ্যাস সংকট চলছে। গ্যাসের যদি আকাশচুম্বী দাম না হতো তাহলে দেশে গ্যাস বিদ্যুতের কোনো অভাব হতো না। ইউক্রেন যুদ্ধের খেসারত আমরা দিচ্ছি। তাই সীমিত আকারে গ্যাস বিদ্যুৎ ব্যবহারে জোড় দিচ্ছি। আমদানি কমিয়ে আনার চেষ্টা চলছে।’
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সিসি ক্যামেরার সাহায্যে মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী জ্বালানি আমদানির দামের বিষয়ে বলেন, ‘আগে যেটা পাঁচ টাকায় কিনেছি সেটা এখন ত্রিশ টাকা। দাম ছয় গুন বেড়ে গেছে। এখানে আমাদের হাত নেই। দাম যত দিন বেশি থাকবে তত দিন আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’
এ জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহের ক্ষমতা আমাদের আছে। সমস্যা হচ্ছে দাম আকাশচুম্বী। আমরা তো ইউরোপ নই, নির্ধারিত আয়ের মধ্যেই থাকতে হবে। গ্যাসের দাম কত দিন বাড়তি থাকবে কেউ জানে না। যারা যুদ্ধ করছে তারা বলতে পারবে। এই যুদ্ধে লাভবান হচ্ছে যারা তেল রপ্তানি করে। আমরা ছোট দেশ, তাই নিজেদের গুছিয়ে রাখি।’
বিশেষ অতিথির বক্তব্যে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, ‘অবৈধ সংযোগের ক্ষেত্রে আমরা এত দিন জরিমানা করেছি। এখন থেকে জরিমানার পাশাপাশি সাজাও দেওয়া হবে। পেট্রোবাংলা ও তিতাসের সঙ্গে থেকে যদি কেউ এই কাজে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় এবং ফৌজদারি মামলা হবে। সাধারণ মানুষের থেকে ডাবল সাজা তার।’
পেট্রোবাংলার চেয়ারম্যান আরও বলেন, ‘প্রথমবার অপরাধ করলে তিন মাস কারাদণ্ড বা দশ হাজার টাকা জরিমানা। বাণিজ্যিক ক্ষেত্রে এই সাজার মেয়াদ আরও বেশি। তখন প্রথমবারে ছয় মাস কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড। শিল্প ও সিএনজির ক্ষেত্রে এক বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা। গৃহস্থালির সংযোগ নিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার করলে তিন মাস কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকা জরিমানা। সকল অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ দণ্ড হবে।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—তিতাসের এমডি হারুনুর রশিদ, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ‘আমাদের গ্যাস সংকট চলছে। গ্যাসের যদি আকাশচুম্বী দাম না হতো তাহলে দেশে গ্যাস বিদ্যুতের কোনো অভাব হতো না। ইউক্রেন যুদ্ধের খেসারত আমরা দিচ্ছি। তাই সীমিত আকারে গ্যাস বিদ্যুৎ ব্যবহারে জোড় দিচ্ছি। আমদানি কমিয়ে আনার চেষ্টা চলছে।’
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সিসি ক্যামেরার সাহায্যে মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী জ্বালানি আমদানির দামের বিষয়ে বলেন, ‘আগে যেটা পাঁচ টাকায় কিনেছি সেটা এখন ত্রিশ টাকা। দাম ছয় গুন বেড়ে গেছে। এখানে আমাদের হাত নেই। দাম যত দিন বেশি থাকবে তত দিন আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’
এ জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহের ক্ষমতা আমাদের আছে। সমস্যা হচ্ছে দাম আকাশচুম্বী। আমরা তো ইউরোপ নই, নির্ধারিত আয়ের মধ্যেই থাকতে হবে। গ্যাসের দাম কত দিন বাড়তি থাকবে কেউ জানে না। যারা যুদ্ধ করছে তারা বলতে পারবে। এই যুদ্ধে লাভবান হচ্ছে যারা তেল রপ্তানি করে। আমরা ছোট দেশ, তাই নিজেদের গুছিয়ে রাখি।’
বিশেষ অতিথির বক্তব্যে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, ‘অবৈধ সংযোগের ক্ষেত্রে আমরা এত দিন জরিমানা করেছি। এখন থেকে জরিমানার পাশাপাশি সাজাও দেওয়া হবে। পেট্রোবাংলা ও তিতাসের সঙ্গে থেকে যদি কেউ এই কাজে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় এবং ফৌজদারি মামলা হবে। সাধারণ মানুষের থেকে ডাবল সাজা তার।’
পেট্রোবাংলার চেয়ারম্যান আরও বলেন, ‘প্রথমবার অপরাধ করলে তিন মাস কারাদণ্ড বা দশ হাজার টাকা জরিমানা। বাণিজ্যিক ক্ষেত্রে এই সাজার মেয়াদ আরও বেশি। তখন প্রথমবারে ছয় মাস কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড। শিল্প ও সিএনজির ক্ষেত্রে এক বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা। গৃহস্থালির সংযোগ নিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার করলে তিন মাস কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকা জরিমানা। সকল অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ দণ্ড হবে।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—তিতাসের এমডি হারুনুর রশিদ, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।
সাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
১০ মিনিট আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
২৯ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৩২ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলা সদর থেকে বাঁকখালী নদীর তীরের তিন কিলোমিটার আঁকাবাঁকা পথ বেয়ে গেলেই রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়া। সড়কের পাশ ঘেঁষে ৩০০ ফুট উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত প্রায় ২৫০ বছরের প্রাচীন লাওয়ে জাদি (প্যাগোডা)।
৩৭ মিনিট আগে