অনলাইন ডেস্ক
শিশু সুরক্ষায় সাংবাদিকতায় অবদান রাখায় ‘জার্নালিজম ইন চাইল্ড প্রোটেকশন অ্যাকশন ফেলোশিপ-২০২৪’ পেয়েছেন দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক রাবেয়া বেবী এবং দৈনিক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অর্চি হক। বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের সহায়তায় ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ এই ফেলোশিপ প্রদান করে।
আজ সোমবার রাজধানীর সিরডাপের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই ফেলোশিপ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ড. গীতি আরা নাসরীন।
গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য বলেন, মিডিয়া কমিশন নতুন কিছু নয়। মিডিয়া কমিশন আগেও হয়েছে। তারা সুপারিশ দিয়েছে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
জুরিবোর্ডের প্রধান ছিলেন সাহিত্যিক, গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের গবেষণা করা দরকার। টেলিভিশনের ভিউ সোশ্যাল মিডিয়ার (সামাজিক যোগাযোগমাধ্যম) চেয়ে কম। সোশ্যাল মিডিয়ার রিচ অনেক বেশি। তাই সোশ্যাল মিডিয়াকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্সের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন। তিনি বলেন, অনেকেই শৈশবে যৌন নির্যাতনের শিকার হয়। কিন্তু তারা তখন তা বুঝতে পারে না। শিশুসন্তানকে নিয়ে নারীকে অনেক যুদ্ধ করে কর্মক্ষেত্রে টিকে থাকতে হয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনেক বেশি নারীদের অংশগ্রহণ প্রয়োজন। মানুষের শক্তি অসীম। নারীর শক্তি আরও বেশি।
বিশেষ অতিথি সেভ দ্য চিলড্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিশুদের জন্য বিনিয়োগ করতে হবে। আমরা বলি শিশুরাই ভবিষ্যৎ। আজ যদি শিশুদের জন্য বিনিয়োগ না করি, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। অনলাইন শিশুদের জন্য কীভাবে নিরাপদ করতে পারি, সেটা ভাবতে হবে।’
অনুষ্ঠানে দুজনকে ফেলোশিপ প্রদানের পাশাপাশি ২২ জন সাংবাদিককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
শিশু সুরক্ষায় সাংবাদিকতায় অবদান রাখায় ‘জার্নালিজম ইন চাইল্ড প্রোটেকশন অ্যাকশন ফেলোশিপ-২০২৪’ পেয়েছেন দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক রাবেয়া বেবী এবং দৈনিক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অর্চি হক। বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের সহায়তায় ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ এই ফেলোশিপ প্রদান করে।
আজ সোমবার রাজধানীর সিরডাপের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই ফেলোশিপ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ড. গীতি আরা নাসরীন।
গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য বলেন, মিডিয়া কমিশন নতুন কিছু নয়। মিডিয়া কমিশন আগেও হয়েছে। তারা সুপারিশ দিয়েছে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
জুরিবোর্ডের প্রধান ছিলেন সাহিত্যিক, গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের গবেষণা করা দরকার। টেলিভিশনের ভিউ সোশ্যাল মিডিয়ার (সামাজিক যোগাযোগমাধ্যম) চেয়ে কম। সোশ্যাল মিডিয়ার রিচ অনেক বেশি। তাই সোশ্যাল মিডিয়াকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্সের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন। তিনি বলেন, অনেকেই শৈশবে যৌন নির্যাতনের শিকার হয়। কিন্তু তারা তখন তা বুঝতে পারে না। শিশুসন্তানকে নিয়ে নারীকে অনেক যুদ্ধ করে কর্মক্ষেত্রে টিকে থাকতে হয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনেক বেশি নারীদের অংশগ্রহণ প্রয়োজন। মানুষের শক্তি অসীম। নারীর শক্তি আরও বেশি।
বিশেষ অতিথি সেভ দ্য চিলড্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিশুদের জন্য বিনিয়োগ করতে হবে। আমরা বলি শিশুরাই ভবিষ্যৎ। আজ যদি শিশুদের জন্য বিনিয়োগ না করি, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। অনলাইন শিশুদের জন্য কীভাবে নিরাপদ করতে পারি, সেটা ভাবতে হবে।’
অনুষ্ঠানে দুজনকে ফেলোশিপ প্রদানের পাশাপাশি ২২ জন সাংবাদিককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
১২ মিনিট আগেখুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
২৭ মিনিট আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে