আজকের পত্রিকা ডেস্ক
শিশু সুরক্ষায় সাংবাদিকতায় অবদান রাখায় ‘জার্নালিজম ইন চাইল্ড প্রোটেকশন অ্যাকশন ফেলোশিপ-২০২৪’ পেয়েছেন দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক রাবেয়া বেবী এবং দৈনিক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অর্চি হক। বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের সহায়তায় ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ এই ফেলোশিপ প্রদান করে।
আজ সোমবার রাজধানীর সিরডাপের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই ফেলোশিপ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ড. গীতি আরা নাসরীন।
গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য বলেন, মিডিয়া কমিশন নতুন কিছু নয়। মিডিয়া কমিশন আগেও হয়েছে। তারা সুপারিশ দিয়েছে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
জুরিবোর্ডের প্রধান ছিলেন সাহিত্যিক, গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের গবেষণা করা দরকার। টেলিভিশনের ভিউ সোশ্যাল মিডিয়ার (সামাজিক যোগাযোগমাধ্যম) চেয়ে কম। সোশ্যাল মিডিয়ার রিচ অনেক বেশি। তাই সোশ্যাল মিডিয়াকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্সের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন। তিনি বলেন, অনেকেই শৈশবে যৌন নির্যাতনের শিকার হয়। কিন্তু তারা তখন তা বুঝতে পারে না। শিশুসন্তানকে নিয়ে নারীকে অনেক যুদ্ধ করে কর্মক্ষেত্রে টিকে থাকতে হয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনেক বেশি নারীদের অংশগ্রহণ প্রয়োজন। মানুষের শক্তি অসীম। নারীর শক্তি আরও বেশি।
বিশেষ অতিথি সেভ দ্য চিলড্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিশুদের জন্য বিনিয়োগ করতে হবে। আমরা বলি শিশুরাই ভবিষ্যৎ। আজ যদি শিশুদের জন্য বিনিয়োগ না করি, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। অনলাইন শিশুদের জন্য কীভাবে নিরাপদ করতে পারি, সেটা ভাবতে হবে।’
অনুষ্ঠানে দুজনকে ফেলোশিপ প্রদানের পাশাপাশি ২২ জন সাংবাদিককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
শিশু সুরক্ষায় সাংবাদিকতায় অবদান রাখায় ‘জার্নালিজম ইন চাইল্ড প্রোটেকশন অ্যাকশন ফেলোশিপ-২০২৪’ পেয়েছেন দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক রাবেয়া বেবী এবং দৈনিক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অর্চি হক। বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের সহায়তায় ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ এই ফেলোশিপ প্রদান করে।
আজ সোমবার রাজধানীর সিরডাপের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই ফেলোশিপ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ড. গীতি আরা নাসরীন।
গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য বলেন, মিডিয়া কমিশন নতুন কিছু নয়। মিডিয়া কমিশন আগেও হয়েছে। তারা সুপারিশ দিয়েছে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
জুরিবোর্ডের প্রধান ছিলেন সাহিত্যিক, গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের গবেষণা করা দরকার। টেলিভিশনের ভিউ সোশ্যাল মিডিয়ার (সামাজিক যোগাযোগমাধ্যম) চেয়ে কম। সোশ্যাল মিডিয়ার রিচ অনেক বেশি। তাই সোশ্যাল মিডিয়াকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্সের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন। তিনি বলেন, অনেকেই শৈশবে যৌন নির্যাতনের শিকার হয়। কিন্তু তারা তখন তা বুঝতে পারে না। শিশুসন্তানকে নিয়ে নারীকে অনেক যুদ্ধ করে কর্মক্ষেত্রে টিকে থাকতে হয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনেক বেশি নারীদের অংশগ্রহণ প্রয়োজন। মানুষের শক্তি অসীম। নারীর শক্তি আরও বেশি।
বিশেষ অতিথি সেভ দ্য চিলড্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিশুদের জন্য বিনিয়োগ করতে হবে। আমরা বলি শিশুরাই ভবিষ্যৎ। আজ যদি শিশুদের জন্য বিনিয়োগ না করি, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। অনলাইন শিশুদের জন্য কীভাবে নিরাপদ করতে পারি, সেটা ভাবতে হবে।’
অনুষ্ঠানে দুজনকে ফেলোশিপ প্রদানের পাশাপাশি ২২ জন সাংবাদিককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।
৯ মিনিট আগেযশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে টানাটানি ও হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে তাঁরা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে ওই নারীর ছেলে, ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করতে কারাফটকে অবস্থান নিলে চরম
১৭ মিনিট আগেসাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
২১ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের আট ঘণ্টা পর মুশফিকা জান্নাত (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপাড়া এলাকার ঢেপা নদী থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুশফিকার মরদেহটি উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে