নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন পরিচ্ছন্নতাকর্মীরা বেতন বকেয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীর নতুন বাজার থেকে বাড্ডা সড়কের এক পাশে ময়লা ফেলে প্রতিবাদ জানিয়েছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিএনসিসি বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বর্জ্যে ভর্তি ট্রাক ও ভ্যানগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে। সেগুলোর আশপাশে স্তূপ করে ফেলা হয়েছে আবর্জনা। পরিচ্ছন্নতাকর্মীরা নিজ হাতে কিংবা ভ্যান উল্টে সড়কে ময়লা ফেলছেন।
শিমুল নামের আন্দোলনরত এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন এবং তিন মাস ধরে কোনো বেতন পাননি। তিনি বলেন, ‘ডাম্পিং স্টেশন ইতিমধ্যে ভরে গেছে এবং কর্তৃপক্ষ এখনো তা পরিষ্কার করেনি। আমরা যে ময়লা সংগ্রহ করেছি, সেগুলো কোথায় ফেলব?’
তবে আন্দোলনের পেছনে শুধু ডাম্পিং স্টেশনের ভরাট হওয়া নয়, বেতন না পাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে। কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কাজ করেও প্রাপ্য মজুরি না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাস্তায় ময়লা ফেলেছেন।
এদিকে, পথচারীরাও এই অবস্থায় ক্ষুব্ধ। আলিম নামের এক ব্যক্তি বলেন, বেলা ১১টা থেকে তাঁরা সড়ক অবরোধ করেছেন। দুপুর সাড়ে ১২টার পর থেকে তাঁরা ময়লা ফেলতে শুরু করেন। তাঁর অভিযোগ, পরিচ্ছন্নতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে সড়কে ময়লা ফেলে জনগণকে ভোগান্তিতে ফেলছেন।
তবে এসব বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোনো দায় নিচ্ছে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
প্রসঙ্গত, গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডিএনসিসির এক-চতুর্থাংশ বর্জ্যবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এরপর করপোরেশন ময়লা পরিবহনের জন্য অতিরিক্ত ১১৫টি ট্রাক ভাড়া করে এবং খাল পরিষ্কারে ব্যবহৃত ২৭টি ভারী কম্প্যাক্টর পুনর্ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন পরিচ্ছন্নতাকর্মীরা বেতন বকেয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীর নতুন বাজার থেকে বাড্ডা সড়কের এক পাশে ময়লা ফেলে প্রতিবাদ জানিয়েছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিএনসিসি বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বর্জ্যে ভর্তি ট্রাক ও ভ্যানগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে। সেগুলোর আশপাশে স্তূপ করে ফেলা হয়েছে আবর্জনা। পরিচ্ছন্নতাকর্মীরা নিজ হাতে কিংবা ভ্যান উল্টে সড়কে ময়লা ফেলছেন।
শিমুল নামের আন্দোলনরত এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন এবং তিন মাস ধরে কোনো বেতন পাননি। তিনি বলেন, ‘ডাম্পিং স্টেশন ইতিমধ্যে ভরে গেছে এবং কর্তৃপক্ষ এখনো তা পরিষ্কার করেনি। আমরা যে ময়লা সংগ্রহ করেছি, সেগুলো কোথায় ফেলব?’
তবে আন্দোলনের পেছনে শুধু ডাম্পিং স্টেশনের ভরাট হওয়া নয়, বেতন না পাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে। কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কাজ করেও প্রাপ্য মজুরি না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাস্তায় ময়লা ফেলেছেন।
এদিকে, পথচারীরাও এই অবস্থায় ক্ষুব্ধ। আলিম নামের এক ব্যক্তি বলেন, বেলা ১১টা থেকে তাঁরা সড়ক অবরোধ করেছেন। দুপুর সাড়ে ১২টার পর থেকে তাঁরা ময়লা ফেলতে শুরু করেন। তাঁর অভিযোগ, পরিচ্ছন্নতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে সড়কে ময়লা ফেলে জনগণকে ভোগান্তিতে ফেলছেন।
তবে এসব বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোনো দায় নিচ্ছে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
প্রসঙ্গত, গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডিএনসিসির এক-চতুর্থাংশ বর্জ্যবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এরপর করপোরেশন ময়লা পরিবহনের জন্য অতিরিক্ত ১১৫টি ট্রাক ভাড়া করে এবং খাল পরিষ্কারে ব্যবহৃত ২৭টি ভারী কম্প্যাক্টর পুনর্ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
১ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৯ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৯ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৫ মিনিট আগে