নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন পরিচ্ছন্নতাকর্মীরা বেতন বকেয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীর নতুন বাজার থেকে বাড্ডা সড়কের এক পাশে ময়লা ফেলে প্রতিবাদ জানিয়েছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিএনসিসি বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বর্জ্যে ভর্তি ট্রাক ও ভ্যানগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে। সেগুলোর আশপাশে স্তূপ করে ফেলা হয়েছে আবর্জনা। পরিচ্ছন্নতাকর্মীরা নিজ হাতে কিংবা ভ্যান উল্টে সড়কে ময়লা ফেলছেন।
শিমুল নামের আন্দোলনরত এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন এবং তিন মাস ধরে কোনো বেতন পাননি। তিনি বলেন, ‘ডাম্পিং স্টেশন ইতিমধ্যে ভরে গেছে এবং কর্তৃপক্ষ এখনো তা পরিষ্কার করেনি। আমরা যে ময়লা সংগ্রহ করেছি, সেগুলো কোথায় ফেলব?’
তবে আন্দোলনের পেছনে শুধু ডাম্পিং স্টেশনের ভরাট হওয়া নয়, বেতন না পাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে। কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কাজ করেও প্রাপ্য মজুরি না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাস্তায় ময়লা ফেলেছেন।
এদিকে, পথচারীরাও এই অবস্থায় ক্ষুব্ধ। আলিম নামের এক ব্যক্তি বলেন, বেলা ১১টা থেকে তাঁরা সড়ক অবরোধ করেছেন। দুপুর সাড়ে ১২টার পর থেকে তাঁরা ময়লা ফেলতে শুরু করেন। তাঁর অভিযোগ, পরিচ্ছন্নতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে সড়কে ময়লা ফেলে জনগণকে ভোগান্তিতে ফেলছেন।
তবে এসব বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোনো দায় নিচ্ছে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
প্রসঙ্গত, গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডিএনসিসির এক-চতুর্থাংশ বর্জ্যবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এরপর করপোরেশন ময়লা পরিবহনের জন্য অতিরিক্ত ১১৫টি ট্রাক ভাড়া করে এবং খাল পরিষ্কারে ব্যবহৃত ২৭টি ভারী কম্প্যাক্টর পুনর্ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন পরিচ্ছন্নতাকর্মীরা বেতন বকেয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীর নতুন বাজার থেকে বাড্ডা সড়কের এক পাশে ময়লা ফেলে প্রতিবাদ জানিয়েছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিএনসিসি বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বর্জ্যে ভর্তি ট্রাক ও ভ্যানগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে। সেগুলোর আশপাশে স্তূপ করে ফেলা হয়েছে আবর্জনা। পরিচ্ছন্নতাকর্মীরা নিজ হাতে কিংবা ভ্যান উল্টে সড়কে ময়লা ফেলছেন।
শিমুল নামের আন্দোলনরত এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন এবং তিন মাস ধরে কোনো বেতন পাননি। তিনি বলেন, ‘ডাম্পিং স্টেশন ইতিমধ্যে ভরে গেছে এবং কর্তৃপক্ষ এখনো তা পরিষ্কার করেনি। আমরা যে ময়লা সংগ্রহ করেছি, সেগুলো কোথায় ফেলব?’
তবে আন্দোলনের পেছনে শুধু ডাম্পিং স্টেশনের ভরাট হওয়া নয়, বেতন না পাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে। কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কাজ করেও প্রাপ্য মজুরি না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাস্তায় ময়লা ফেলেছেন।
এদিকে, পথচারীরাও এই অবস্থায় ক্ষুব্ধ। আলিম নামের এক ব্যক্তি বলেন, বেলা ১১টা থেকে তাঁরা সড়ক অবরোধ করেছেন। দুপুর সাড়ে ১২টার পর থেকে তাঁরা ময়লা ফেলতে শুরু করেন। তাঁর অভিযোগ, পরিচ্ছন্নতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে সড়কে ময়লা ফেলে জনগণকে ভোগান্তিতে ফেলছেন।
তবে এসব বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোনো দায় নিচ্ছে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
প্রসঙ্গত, গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডিএনসিসির এক-চতুর্থাংশ বর্জ্যবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এরপর করপোরেশন ময়লা পরিবহনের জন্য অতিরিক্ত ১১৫টি ট্রাক ভাড়া করে এবং খাল পরিষ্কারে ব্যবহৃত ২৭টি ভারী কম্প্যাক্টর পুনর্ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
১ ঘণ্টা আগেখুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
৩ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
৩ ঘণ্টা আগে