Ajker Patrika

পোশাক কাণ্ড: আদালত নিয়ে বিরূপ মন্তব্য হাইকোর্টের নজরে আনলেন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পোশাক কাণ্ড: আদালত নিয়ে বিরূপ মন্তব্য হাইকোর্টের নজরে আনলেন আইনজীবী

নরসিংদী রেলস্টেশনে স্বল্প পোশাক পরা তরুণীকে নিয়ে আদালতের মন্তব্যকে ঘিরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে হাইকোর্টের এসব মন্তব্যের প্রশংসা করলেও সমালোচনাও করছেন কেউ কেউ। কিছু লোকজন বিরূপ মন্তব্য করতে গিয়ে কটাক্ষ করছেন উচ্চ আদালতকে নিয়ে। এর মধ্যে শামীম আশরাফ নামে একটি ফেসবুক আইডি থেকে ‘এটাকে এখন থেকে হাইকোর্টের পরিবর্তে শরিয়া কোর্ট বলা হোক’ এমন পোস্ট বুধবার স্ক্রিনশট দিয়ে আদালতের নজরে আনেন আইনজীবী কামাল হোসেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ আবুল হাশেমও ফেসবুকের একটি স্ক্রিনশট উপস্থাপন করে বলেন, মাননীয় বিচারপতিদের বিষয়ে এভাবে বলা সমীচীন নয়, এটি অসৌজন্য মূলক।
 
এ সময় আদালত বলেন, আমরা তো আদেশে পোশাক নিয়ে কিছুই লিখিনি, ভিডিও দেখে আইনজীবীদের কাছে শুধু জানতে চেয়েছি। আর বাজে মন্তব্যকারীদের বিষয়ে প্রয়োজনে আরও সুনির্দিষ্ট তথ্যসহ স্ক্রিনশট জমা দিতে বলেন আদালত।

আইনজীবী কামাল হোসেন পরে বলেন, হাইকোর্টকে শরীয়াহ কোর্ট এবং তার পোস্টের মন্তব্যে পর্দা কোর্ট বলার মাধ্যমে আদালত অবমাননা হয়। তাই আমি বিষয়টি আদালতের নজরে এনেছি।

এর আগে গতকাল বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ তরুণীকে নরসিংদী রেলস্টেশনে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মার্জিয়া আক্তার শিলাকে ছয় মাসের জামিন দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত