সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যালয়ের ধসে পড়া দেয়ালচাপায় এক শিশু নিহত হয়েছে। উপজেলার তক্তারচালা পূর্বপাড়ার পাটজাগ সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সাদিয়া আক্তার (৯)। সে ওই এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে ও বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আজ মঙ্গলবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সাদিয়ার পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মাঠের এক কোণে জমিদাতা জালালউদ্দিনের ম্যুরাল নির্মাণ করা হচ্ছে। এ জন্য ৪ ফুট উচ্চতার একটি দেয়াল নির্মাণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মা আসমা বেগমকে নিয়ে বিদ্যালয়ের মাঠে গিয়ে খেলা করছিল সাদিয়া। সে ম্যুরালের দেয়ালটির ওপরে উঠে লাফ দিচ্ছিল। একপর্যায়ে দেয়াল ধসে শিশুটির ওপরে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাদিয়ার মা আসমা কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সামনেই ঘটনা ঘটছে। পুলিশ লাশের জন্য আসছিল। আমি সই দিই নাই। তবু আমার মেয়ের লাশ পুলিশ নিয়া গেছে।’
জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলেও আইনিপ্রক্রিয়া সম্পন্ন করতে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যালয়ের ধসে পড়া দেয়ালচাপায় এক শিশু নিহত হয়েছে। উপজেলার তক্তারচালা পূর্বপাড়ার পাটজাগ সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সাদিয়া আক্তার (৯)। সে ওই এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে ও বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আজ মঙ্গলবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সাদিয়ার পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মাঠের এক কোণে জমিদাতা জালালউদ্দিনের ম্যুরাল নির্মাণ করা হচ্ছে। এ জন্য ৪ ফুট উচ্চতার একটি দেয়াল নির্মাণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মা আসমা বেগমকে নিয়ে বিদ্যালয়ের মাঠে গিয়ে খেলা করছিল সাদিয়া। সে ম্যুরালের দেয়ালটির ওপরে উঠে লাফ দিচ্ছিল। একপর্যায়ে দেয়াল ধসে শিশুটির ওপরে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাদিয়ার মা আসমা কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সামনেই ঘটনা ঘটছে। পুলিশ লাশের জন্য আসছিল। আমি সই দিই নাই। তবু আমার মেয়ের লাশ পুলিশ নিয়া গেছে।’
জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলেও আইনিপ্রক্রিয়া সম্পন্ন করতে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে।
রাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগেযশোরে সাম্প্রতিক সময়ে খুনাখুনির পাশাপাশি চুরি-ছিনতাই বেড়ে গেছে। এমনকি প্রকাশ্যে দিনদুপুরে ঘটছে খুনের ঘটনা। সর্বশেষ এক দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটে গেছে। এ নিয়ে গত মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে ৩ মাসে ২৩ জন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া রাত নামলেই ছিনতাই ও চুরি হচ্ছে অহরহ।
১ ঘণ্টা আগে