Ajker Patrika

টঙ্গীতে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি ছয়তলা ভবনের কক্ষে লাশটি পাওয়া যায়।

‎মৃত ওই নিরাপত্তাকর্মীর নাম মুকাদ্দাস হোসাইন (৩৬)। তিনি শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার সিড্যা গ্রামের মোফাজ্জল হোসাইনের ছেলে। তিনি টঙ্গী ক্যাপিটাল ডেভেলপমেন্ট লিমিটেড (সিডিএল) নামের একটি মার্কেটের নিরাপত্তাকর্মী (সুপারভাইজার) হিসেবে কাজ করতেন। মুকাদ্দাস টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছয়তলা ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করতেন।

‎থানার উপপরিদর্শক (এসআই) মুসাব্বির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎পুলিশ জানায়, মুকাদ্দাস আজ কাজে যাননি। এ জন্য মুকাদ্দাসের সহকর্মীরা বিকেলে তাঁর বাসায় যান। পরে তাঁকে কক্ষের বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। এ সময় জানালা দিয়ে ওই কক্ষের ভেতর মুকাদ্দাসের ঝুলন্ত নিথর দেহ দেখতে পান তাঁরা। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ। টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত