নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভর্তির ক্ষেত্রে ভুয়া জন্মনিবন্ধন সনদ ব্যবহার করায় প্রথম শ্রেণির এক ছাত্রীর ভর্তি বাতিল করেছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির আজিমপুর শাখায় এ ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রী ২০২৪ সালে ভর্তি হয়েছিল।
আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, ‘ভর্তিতে ব্যবহৃত কাগজ যাচাই-বাছাই করার সময় আজিমপুর শাখার এক ছাত্রীর জন্মনিবন্ধন সনদে গরমিল পাওয়া গেছে। পরে এ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।’
এর আগে হাইকোর্টের নির্দেশে ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের আদেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরপর প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ উঠে।
ভিকারুননিসা সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রতিষ্ঠানটির আজিমপুর শাখার ভারপ্রাপ্ত শাখা প্রধান সাবনাজ সোনিয়া কামালের কাছে কীভাবে ভুয়া জন্মসনদে শিক্ষার্থী ভর্তি হলো এর কারণ জানতে চান ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। এর পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীর জন্মসনদে ভুল থাকায় অধ্যক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
লিখিত জবাবে সাবনাজ সোনিয়া কামাল জানান, ভর্তির জন্য কাগজপত্র জমা নেওয়ার সময় তাদের অসাবধানতার কারণে বিষয়টি নজর এড়িয়ে যায়। ছাত্রীটি ভর্তির জন্য মনোনীত হয় এবং ভর্তিও হয়। পুনঃযাচাইয়ের জন্য সাতটি আবেদনপত্র যাচাইয়ে ভুলটি ধরা পড়ে। তাই যাচাই কমিটি এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে।
এ বিষয়ে সাবনাজ সোনিয়া কামাল বলেন, ‘পুনঃযাচাইয়ের মাধ্যমে প্রথম শ্রেণির একজন ছাত্রীর ভর্তিতে ভুয়া জন্মসনদ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। ওই ছাত্রীর মাকে আমরা ডেকেছি। তিনি জানিয়েছেন, কম্পিউটার অপারেটর এই টেম্পারিং করেছে। পরবর্তীতে তিনিই ভর্তি বাতিলের আবেদন করেছেন। সে পরিপ্রেক্ষিতে ভর্তি বাতিল করা হয়েছে।’
আরও পড়ুন:
ভর্তির ক্ষেত্রে ভুয়া জন্মনিবন্ধন সনদ ব্যবহার করায় প্রথম শ্রেণির এক ছাত্রীর ভর্তি বাতিল করেছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির আজিমপুর শাখায় এ ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রী ২০২৪ সালে ভর্তি হয়েছিল।
আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, ‘ভর্তিতে ব্যবহৃত কাগজ যাচাই-বাছাই করার সময় আজিমপুর শাখার এক ছাত্রীর জন্মনিবন্ধন সনদে গরমিল পাওয়া গেছে। পরে এ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।’
এর আগে হাইকোর্টের নির্দেশে ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের আদেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরপর প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ উঠে।
ভিকারুননিসা সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রতিষ্ঠানটির আজিমপুর শাখার ভারপ্রাপ্ত শাখা প্রধান সাবনাজ সোনিয়া কামালের কাছে কীভাবে ভুয়া জন্মসনদে শিক্ষার্থী ভর্তি হলো এর কারণ জানতে চান ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। এর পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীর জন্মসনদে ভুল থাকায় অধ্যক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
লিখিত জবাবে সাবনাজ সোনিয়া কামাল জানান, ভর্তির জন্য কাগজপত্র জমা নেওয়ার সময় তাদের অসাবধানতার কারণে বিষয়টি নজর এড়িয়ে যায়। ছাত্রীটি ভর্তির জন্য মনোনীত হয় এবং ভর্তিও হয়। পুনঃযাচাইয়ের জন্য সাতটি আবেদনপত্র যাচাইয়ে ভুলটি ধরা পড়ে। তাই যাচাই কমিটি এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে।
এ বিষয়ে সাবনাজ সোনিয়া কামাল বলেন, ‘পুনঃযাচাইয়ের মাধ্যমে প্রথম শ্রেণির একজন ছাত্রীর ভর্তিতে ভুয়া জন্মসনদ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। ওই ছাত্রীর মাকে আমরা ডেকেছি। তিনি জানিয়েছেন, কম্পিউটার অপারেটর এই টেম্পারিং করেছে। পরবর্তীতে তিনিই ভর্তি বাতিলের আবেদন করেছেন। সে পরিপ্রেক্ষিতে ভর্তি বাতিল করা হয়েছে।’
আরও পড়ুন:
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৭ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৩ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৬ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে