কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে নকশা না মেনেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ শুরুর অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক বলছেন, এতে বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি শিশুরা পর্যাপ্ত আলো বাতাস ও খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হবে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের দাতা সদস্য মোয়াজ্জেম হোসেনের বাড়ির সৌন্দর্য নষ্ট না করতেই নকশা পরিবর্তন করে কাজ শুরু হয়েছে।
এদিকে দাতা সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর আজ রোববার উপজেলা প্রকৌশলী নির্মাণকাজ বন্ধ করেন। পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ৪৯ নম্বর মধ্যমান্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়টির পেছনেই দাতা সদস্য মোয়াজ্জেম হোসেন মাজুর বাড়ি। নকশা যেভাবে হয়েছে তা বাস্তবায়িত হলে সড়ক থেকে দাতা সদস্যের বাড়িটি চোখে পড়বে না। তাই দাতা সদস্য পাকুন্দিয়া উপজেলা প্রকৌশল বিভাগের সঙ্গে যোগসাজশ করেছেন। সে জন্য নকশা না মেনেই পাকুন্দিয়া উপজেলা প্রকৌশল বিভাগ কাজ শুরু করেছে।
ভবনের নকশা পর্যালোচনা করে দেখা যায়, অনুমোদিত নকশা এবং দিকনির্দেশনা চিহ্ন অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি হবে দক্ষিণমুখী। এতে বিদ্যালয়ের সম্মুখে মাঠ থাকবে, অন্যথায় মাঠ একপাশে থাকবে এবং বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হবে।
কিন্তু ভবনটি পূর্বমূখী করে খনন কাজ শুরু করা হয়েছে। অভিযোগ রয়েছে, এতে করে বিদ্যালয়ের পেছনে থাকা দাতা সদস্যের বাড়িটি সড়ক থেকে সরাসরি চোখে পড়বে। তাঁর বাড়ির সৌন্দর্য নষ্ট না করতেই ভবনটি নকশা পরিবর্তন পূর্বমুখী করে কাজ শুরু করা হয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি–৪) প্রকল্পের আওতায় প্রায় ৯৫ লাখ টাকা ব্যয়ে তিন তলাবিশিষ্ট মধ্যমান্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষের ভবন নির্মাণ করা হবে। ইতিমধ্যে ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।
মধ্যমান্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকৌশল অফিস থেকে যেভাবে প্ল্যান দিছে কাজটা ওইভাবে শুরু হয়নি। যেভাবে কাজ শুরু হয়েছে এভাবে ভবনটি হলে স্কুলের সৌন্দর্য ও পরিবেশ ছাত্রছাত্রীদের অনুকূলে থাকবে না। এভাবে ভবনটি হলে বিদ্যালয় থেকে মাঠটি পেছনে পড়ে যাবে। বিদ্যালয়ের ভবনটি যদি নকশা অনুযায়ী হয় তাহলে কোমলমতি শিশুরা পর্যাপ্ত আলো বাতাস ও খেলাধুলার সুযোগ পাবে।’
ম্যানেজিং কমিটির সভাপতি মো. সেলিম সামাদ বলেন, ‘নকশা অনুযায়ী অতিরিক্ত শ্রেণিকক্ষের ভবনটি দক্ষিণমুখী। কিন্তু কী কারণে কীভাবে পূর্বমুখী করে ভবন নির্মাণের কাজ শুরু করেছে তা জানি না। নকশার অনুমোদন হয়েছে একভাবে, আর কাজ শুরু করেছে আরেকভাবে। আমরা ম্যানেজিং কমিটিতে যারা আছি সবাই চাচ্ছি ভবনটি নকশা অনুযায়ীই হোক।’
বুরুদিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান রতন বলেন, ‘আমি চাই নকশা অনুযায়ী ভবনটি তৈরি হোক। আমরা জানি ভবনটি দক্ষিণমুখী করে নির্মাণ হবে। কিন্তু হঠাৎ করে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করেছে। এই খনন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ভবনটি পূর্বমুখী করে নির্মাণকাজ শুরু করেছে।’
আতিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, ‘প্রকৌশলী যেভাবে লে–আউট দেবেন আমি সেভাবেই কাজ করব। উনি যদি আমাকে পুকুরে কাজ করতে বলেন আমি সেখানেই করব। প্রকৌশলী আমাকে যেভাবে কাজ করতে বলেছে আমি সেভাবেই কাজ শুরু করেছি।’
দাতা সদস্য মোয়াজ্জেম হোসেন মাজুকে মোবাইল ফোনে অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, ‘সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব করতেছে।’
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন বলেন, ‘সার্বিক দিক বিবেচনা করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসি অফিসের সিদ্ধান্ত অনুযায়ী দিক পরিবর্তন করা হয়েছে। তবে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ম্যানেজিং কমিটি, সহকারী শিক্ষা অফিসার, শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
কিশোরগঞ্জে নকশা না মেনেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ শুরুর অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক বলছেন, এতে বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি শিশুরা পর্যাপ্ত আলো বাতাস ও খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হবে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের দাতা সদস্য মোয়াজ্জেম হোসেনের বাড়ির সৌন্দর্য নষ্ট না করতেই নকশা পরিবর্তন করে কাজ শুরু হয়েছে।
এদিকে দাতা সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর আজ রোববার উপজেলা প্রকৌশলী নির্মাণকাজ বন্ধ করেন। পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ৪৯ নম্বর মধ্যমান্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়টির পেছনেই দাতা সদস্য মোয়াজ্জেম হোসেন মাজুর বাড়ি। নকশা যেভাবে হয়েছে তা বাস্তবায়িত হলে সড়ক থেকে দাতা সদস্যের বাড়িটি চোখে পড়বে না। তাই দাতা সদস্য পাকুন্দিয়া উপজেলা প্রকৌশল বিভাগের সঙ্গে যোগসাজশ করেছেন। সে জন্য নকশা না মেনেই পাকুন্দিয়া উপজেলা প্রকৌশল বিভাগ কাজ শুরু করেছে।
ভবনের নকশা পর্যালোচনা করে দেখা যায়, অনুমোদিত নকশা এবং দিকনির্দেশনা চিহ্ন অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি হবে দক্ষিণমুখী। এতে বিদ্যালয়ের সম্মুখে মাঠ থাকবে, অন্যথায় মাঠ একপাশে থাকবে এবং বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হবে।
কিন্তু ভবনটি পূর্বমূখী করে খনন কাজ শুরু করা হয়েছে। অভিযোগ রয়েছে, এতে করে বিদ্যালয়ের পেছনে থাকা দাতা সদস্যের বাড়িটি সড়ক থেকে সরাসরি চোখে পড়বে। তাঁর বাড়ির সৌন্দর্য নষ্ট না করতেই ভবনটি নকশা পরিবর্তন পূর্বমুখী করে কাজ শুরু করা হয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি–৪) প্রকল্পের আওতায় প্রায় ৯৫ লাখ টাকা ব্যয়ে তিন তলাবিশিষ্ট মধ্যমান্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষের ভবন নির্মাণ করা হবে। ইতিমধ্যে ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।
মধ্যমান্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকৌশল অফিস থেকে যেভাবে প্ল্যান দিছে কাজটা ওইভাবে শুরু হয়নি। যেভাবে কাজ শুরু হয়েছে এভাবে ভবনটি হলে স্কুলের সৌন্দর্য ও পরিবেশ ছাত্রছাত্রীদের অনুকূলে থাকবে না। এভাবে ভবনটি হলে বিদ্যালয় থেকে মাঠটি পেছনে পড়ে যাবে। বিদ্যালয়ের ভবনটি যদি নকশা অনুযায়ী হয় তাহলে কোমলমতি শিশুরা পর্যাপ্ত আলো বাতাস ও খেলাধুলার সুযোগ পাবে।’
ম্যানেজিং কমিটির সভাপতি মো. সেলিম সামাদ বলেন, ‘নকশা অনুযায়ী অতিরিক্ত শ্রেণিকক্ষের ভবনটি দক্ষিণমুখী। কিন্তু কী কারণে কীভাবে পূর্বমুখী করে ভবন নির্মাণের কাজ শুরু করেছে তা জানি না। নকশার অনুমোদন হয়েছে একভাবে, আর কাজ শুরু করেছে আরেকভাবে। আমরা ম্যানেজিং কমিটিতে যারা আছি সবাই চাচ্ছি ভবনটি নকশা অনুযায়ীই হোক।’
বুরুদিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান রতন বলেন, ‘আমি চাই নকশা অনুযায়ী ভবনটি তৈরি হোক। আমরা জানি ভবনটি দক্ষিণমুখী করে নির্মাণ হবে। কিন্তু হঠাৎ করে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করেছে। এই খনন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ভবনটি পূর্বমুখী করে নির্মাণকাজ শুরু করেছে।’
আতিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, ‘প্রকৌশলী যেভাবে লে–আউট দেবেন আমি সেভাবেই কাজ করব। উনি যদি আমাকে পুকুরে কাজ করতে বলেন আমি সেখানেই করব। প্রকৌশলী আমাকে যেভাবে কাজ করতে বলেছে আমি সেভাবেই কাজ শুরু করেছি।’
দাতা সদস্য মোয়াজ্জেম হোসেন মাজুকে মোবাইল ফোনে অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, ‘সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব করতেছে।’
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন বলেন, ‘সার্বিক দিক বিবেচনা করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসি অফিসের সিদ্ধান্ত অনুযায়ী দিক পরিবর্তন করা হয়েছে। তবে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ম্যানেজিং কমিটি, সহকারী শিক্ষা অফিসার, শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
১ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৪ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে