নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের হামলায় পাভেল মিয়া (৩০) নামে ছাত্রদলের সাবেক এক নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিএনপির এক নেতা ও তাঁর অনুসারীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত পাভেল কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক। তিনি পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, কথা-কাটাকাটির জেরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আমিনুলের সঙ্গে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদের উত্তেজনা চলছিল। দুই পক্ষই উত্তেজিত হয়ে উভয়কে চ্যালেঞ্জ করে কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে আসতে বলে।
এ সময় বায়েজিদ ও তাঁর লোকজন পৌরসভার সামনে গিয়ে আমিনুল ও তাঁর অনুসারীদের খুঁজতে শুরু করেন। সেখানে একটি মন্দিরের অনুষ্ঠানে এসেছিলেন পাভেল। তাঁকে আমিনুলের অনুসারী মনে করে মারধর করেন বায়েজিদের অনুসারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে ১২টার দিকে পাভেল মারা যান।
এদিকে রাতে পাভেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও অনুসারীরা বিএনপি নেতা বায়েজিদ ও তাঁর অনুসারীদের তিনটি ঘরে আগুন দেন। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহতের বড় ভাই শাহিন বলেন, ‘গতকাল রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আমরা তাদের শান্ত থাকতে বলেছিলাম। বুধবার সকালে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে মীমাংসা করে দেওয়ার কথা ছিল। কিন্তু বায়েজিদ কারও কথা না শুনে পৌরসভার সামনে আমিনুলকে খুঁজতে আসে। তাকে না পেয়ে পাভেলকে হত্যা করে।’
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের অভ্যন্তরীণ বিরোধ থেকে ছাত্রদল নেতা পাভেল নিহত হয়েছেন। ঘটনার পর তিনটি ঘরে আগুন দেওয়া হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের হামলায় পাভেল মিয়া (৩০) নামে ছাত্রদলের সাবেক এক নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিএনপির এক নেতা ও তাঁর অনুসারীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত পাভেল কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক। তিনি পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, কথা-কাটাকাটির জেরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আমিনুলের সঙ্গে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদের উত্তেজনা চলছিল। দুই পক্ষই উত্তেজিত হয়ে উভয়কে চ্যালেঞ্জ করে কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে আসতে বলে।
এ সময় বায়েজিদ ও তাঁর লোকজন পৌরসভার সামনে গিয়ে আমিনুল ও তাঁর অনুসারীদের খুঁজতে শুরু করেন। সেখানে একটি মন্দিরের অনুষ্ঠানে এসেছিলেন পাভেল। তাঁকে আমিনুলের অনুসারী মনে করে মারধর করেন বায়েজিদের অনুসারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে ১২টার দিকে পাভেল মারা যান।
এদিকে রাতে পাভেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও অনুসারীরা বিএনপি নেতা বায়েজিদ ও তাঁর অনুসারীদের তিনটি ঘরে আগুন দেন। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহতের বড় ভাই শাহিন বলেন, ‘গতকাল রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আমরা তাদের শান্ত থাকতে বলেছিলাম। বুধবার সকালে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে মীমাংসা করে দেওয়ার কথা ছিল। কিন্তু বায়েজিদ কারও কথা না শুনে পৌরসভার সামনে আমিনুলকে খুঁজতে আসে। তাকে না পেয়ে পাভেলকে হত্যা করে।’
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের অভ্যন্তরীণ বিরোধ থেকে ছাত্রদল নেতা পাভেল নিহত হয়েছেন। ঘটনার পর তিনটি ঘরে আগুন দেওয়া হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে