টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রী শিরিনা আক্তারের (২৪) গলা কেটে জখম করেছেন তাঁর সাবেক স্বামী। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্বামী সিদ্দিকুল ইসলাম নয়ন নিজ গলায় ধারালো অস্ত্র (বঁটি) দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
শিরিনা আক্তার কুড়িগ্রামের চিলমারী থানার খরদু বাসপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিরিনা পেশায় একজন পোশাকশ্রমিক। প্রায় ১০ বছর আগে শিরিনা আক্তার ও নয়নের বিয়ে হয়। তাঁদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে কয়েক দিন আগে ভাড়াবাসা থেকে বেরিয়ে যায় নয়ন। এরপর গত মঙ্গলবার গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে স্বামী নয়নকে তালাক দেন শিরিনা।
তালাকের বিষয়টি জানতে পেরে দুই দিন পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক স্বামী নয়ন ওই বাসায় গিয়ে বঁটি দিয়ে শিরিনাকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে গুরুতর আহত হন শিরিনা। এরই একপর্যায়ে নয়ন ওই বঁটি দিয়ে তাঁর নিজ গলায় আঘাত করেন। পরে বিষয়টি আশপাশের লোকজন দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
শিরিনা আক্তারের ছোট বোন ঋণা আক্তার বলেন, ‘আমার দুলাভাই (নয়ন) কোনো কাজ করত না। এ নিয়ে আমার বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। গত মঙ্গলবার আমার বোন তার স্বামীকে তালাক দেয়। আজ খবর পেয়ে হাসপাতালে এসেছি।’
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান এ্যানি বলেন, তাঁদের দুজনের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নয়নের কণ্ঠনালির কিছু অংশ কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। নয়নের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেব।’
গাজীপুরের টঙ্গীতে স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রী শিরিনা আক্তারের (২৪) গলা কেটে জখম করেছেন তাঁর সাবেক স্বামী। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্বামী সিদ্দিকুল ইসলাম নয়ন নিজ গলায় ধারালো অস্ত্র (বঁটি) দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
শিরিনা আক্তার কুড়িগ্রামের চিলমারী থানার খরদু বাসপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিরিনা পেশায় একজন পোশাকশ্রমিক। প্রায় ১০ বছর আগে শিরিনা আক্তার ও নয়নের বিয়ে হয়। তাঁদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে কয়েক দিন আগে ভাড়াবাসা থেকে বেরিয়ে যায় নয়ন। এরপর গত মঙ্গলবার গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে স্বামী নয়নকে তালাক দেন শিরিনা।
তালাকের বিষয়টি জানতে পেরে দুই দিন পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক স্বামী নয়ন ওই বাসায় গিয়ে বঁটি দিয়ে শিরিনাকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে গুরুতর আহত হন শিরিনা। এরই একপর্যায়ে নয়ন ওই বঁটি দিয়ে তাঁর নিজ গলায় আঘাত করেন। পরে বিষয়টি আশপাশের লোকজন দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
শিরিনা আক্তারের ছোট বোন ঋণা আক্তার বলেন, ‘আমার দুলাভাই (নয়ন) কোনো কাজ করত না। এ নিয়ে আমার বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। গত মঙ্গলবার আমার বোন তার স্বামীকে তালাক দেয়। আজ খবর পেয়ে হাসপাতালে এসেছি।’
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান এ্যানি বলেন, তাঁদের দুজনের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নয়নের কণ্ঠনালির কিছু অংশ কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। নয়নের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেব।’
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১ ঘণ্টা আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে