ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সিট সংকট নিরসনের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে আগামীকাল সোমবার দুপুর ১টায় অবস্থান নেবেন শিক্ষার্থীরা।
আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে তিন দফা দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে স্মারকলিপি জমা দেন তাঁরা। সংবাদ সম্মেলনে উপাচার্য তাঁদের দাবির বিষয়ে ইতিবাচক সাড়া দেননি বলে উল্লেখ করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, অন্যান্য হলে ৬ মাস অতিথি কক্ষে থাকার পর বৈধ সিট পাওয়া যায়। কিন্তু বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে সেরকম সুযোগ নেই। বর্তমানে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরাও এখনো অতিথি কক্ষে রয়েছেন। চারটি সেশনের শিক্ষার্থীরা মৈত্রী হলের সিট জটিলতায় তাঁদের বৈধ সিটের অধিকার হারাতে বসেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, অতিথি কক্ষে শিক্ষার্থীদের চাপ কমানোর জন্য বর্তমানে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা হলো—মূল ভবনের রুমগুলোতে এক রুমে ৭ জন সিট বরাদ্দ করা। মৈত্রী হলে মূল ভবনে বৈধ সিটের রুম সংখ্যা ৮৯টি। ৫৭টি রুমে বর্তমানে ৭ জন করে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ৩১টি রুমে ৬ জন করে শিক্ষার্থী অবস্থান করছেন। সে ক্ষেত্রে সব রুমে ৭ জন শিক্ষার্থী বরাদ্দ দেওয়া হলেও অতিথি কক্ষ থেকে সর্বোচ্চ ৩১ জন শিক্ষার্থীকে মূল ভবনে বৈধ সিট দেওয়া সম্ভব। অর্থাৎ এই পদক্ষেপে প্রকৃতপক্ষে সিট সংকটের সমাধান হচ্ছে না। একই সঙ্গে মূল ভবনে এক রুমে ৭ জন করে শিক্ষার্থী বরাদ্দ দেওয়ায় সেখানে বসবাসের অযোগ্য পরিস্থিতিতে তৈরি হয়েছে। শিক্ষা উপযোগী পরিবেশ একেবারেই থাকছে না।
উপাচার্যকে প্রদান করা স্মারকলিপি ও সংবাদ সম্মেলনে তিন দফা দাবির কথা বলেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে অন্তত ৩০০ জন শিক্ষার্থীকে অন্য হলে এক মাসের মধ্যে স্থানান্তরের মাধ্যমে বৈধ সিট নিশ্চিত করতে হবে; পরবর্তীতে হলের সিট সংখ্যার সঙ্গে সমন্বয় রেখে শিক্ষার্থী অ্যালটমেন্ট দিতে হবে, যাতে ভর্তি হওয়ার ৬ মাসের মধ্যে বৈধ সিট নিশ্চিত করা যায় ও হলের সার্বিক সংকট বিবেচনায় মূল ভবনের প্রতি রুমে ৬ জনের বেশি শিক্ষার্থী বরাদ্দ দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করা যাবে না।
পরিস্থিতি বিবেচনায় মৈত্রী হলের সিট সংকট নিরসনে শিক্ষার্থীদের উত্থাপিত দাবি মেনে নিয়ে ৭ দিনের মধ্যে লিখিত প্রজ্ঞাপন জারি করার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমি হল ভিজিট করে এসেছি। তাঁদের দাবিগুলো যৌক্তিক। আগামী বছর থেকে হলে আসন কমিয়ে দিতে হবে। এক বছর আগে জানলে সেটা কমিয়ে দেওয়া হত, আমাদের নজরে ছিল না। আমাদের সীমাবদ্ধতার মধ্যে যা কিছু করা যায়, তা করব। ইতিমধ্যে প্রধান প্রকৌশলীকে বলে দিয়েছি, ওয়াশ রুম সংকটের বিষয়ে যেন যতটুকু করা যায় ততটুকু করে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৈত্রী হলের শিক্ষার্থী নুসরাত জাহান, নুসরাত ইমরোজ, লহাপছা ইসলাম দিপা, রিয়ামনি আক্তার, রাফিয়া রেহনুমা, রওনক জাহান ও নিশিতা জামান নিহা প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সিট সংকট নিরসনের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে আগামীকাল সোমবার দুপুর ১টায় অবস্থান নেবেন শিক্ষার্থীরা।
আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে তিন দফা দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে স্মারকলিপি জমা দেন তাঁরা। সংবাদ সম্মেলনে উপাচার্য তাঁদের দাবির বিষয়ে ইতিবাচক সাড়া দেননি বলে উল্লেখ করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, অন্যান্য হলে ৬ মাস অতিথি কক্ষে থাকার পর বৈধ সিট পাওয়া যায়। কিন্তু বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে সেরকম সুযোগ নেই। বর্তমানে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরাও এখনো অতিথি কক্ষে রয়েছেন। চারটি সেশনের শিক্ষার্থীরা মৈত্রী হলের সিট জটিলতায় তাঁদের বৈধ সিটের অধিকার হারাতে বসেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, অতিথি কক্ষে শিক্ষার্থীদের চাপ কমানোর জন্য বর্তমানে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা হলো—মূল ভবনের রুমগুলোতে এক রুমে ৭ জন সিট বরাদ্দ করা। মৈত্রী হলে মূল ভবনে বৈধ সিটের রুম সংখ্যা ৮৯টি। ৫৭টি রুমে বর্তমানে ৭ জন করে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ৩১টি রুমে ৬ জন করে শিক্ষার্থী অবস্থান করছেন। সে ক্ষেত্রে সব রুমে ৭ জন শিক্ষার্থী বরাদ্দ দেওয়া হলেও অতিথি কক্ষ থেকে সর্বোচ্চ ৩১ জন শিক্ষার্থীকে মূল ভবনে বৈধ সিট দেওয়া সম্ভব। অর্থাৎ এই পদক্ষেপে প্রকৃতপক্ষে সিট সংকটের সমাধান হচ্ছে না। একই সঙ্গে মূল ভবনে এক রুমে ৭ জন করে শিক্ষার্থী বরাদ্দ দেওয়ায় সেখানে বসবাসের অযোগ্য পরিস্থিতিতে তৈরি হয়েছে। শিক্ষা উপযোগী পরিবেশ একেবারেই থাকছে না।
উপাচার্যকে প্রদান করা স্মারকলিপি ও সংবাদ সম্মেলনে তিন দফা দাবির কথা বলেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে অন্তত ৩০০ জন শিক্ষার্থীকে অন্য হলে এক মাসের মধ্যে স্থানান্তরের মাধ্যমে বৈধ সিট নিশ্চিত করতে হবে; পরবর্তীতে হলের সিট সংখ্যার সঙ্গে সমন্বয় রেখে শিক্ষার্থী অ্যালটমেন্ট দিতে হবে, যাতে ভর্তি হওয়ার ৬ মাসের মধ্যে বৈধ সিট নিশ্চিত করা যায় ও হলের সার্বিক সংকট বিবেচনায় মূল ভবনের প্রতি রুমে ৬ জনের বেশি শিক্ষার্থী বরাদ্দ দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করা যাবে না।
পরিস্থিতি বিবেচনায় মৈত্রী হলের সিট সংকট নিরসনে শিক্ষার্থীদের উত্থাপিত দাবি মেনে নিয়ে ৭ দিনের মধ্যে লিখিত প্রজ্ঞাপন জারি করার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমি হল ভিজিট করে এসেছি। তাঁদের দাবিগুলো যৌক্তিক। আগামী বছর থেকে হলে আসন কমিয়ে দিতে হবে। এক বছর আগে জানলে সেটা কমিয়ে দেওয়া হত, আমাদের নজরে ছিল না। আমাদের সীমাবদ্ধতার মধ্যে যা কিছু করা যায়, তা করব। ইতিমধ্যে প্রধান প্রকৌশলীকে বলে দিয়েছি, ওয়াশ রুম সংকটের বিষয়ে যেন যতটুকু করা যায় ততটুকু করে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৈত্রী হলের শিক্ষার্থী নুসরাত জাহান, নুসরাত ইমরোজ, লহাপছা ইসলাম দিপা, রিয়ামনি আক্তার, রাফিয়া রেহনুমা, রওনক জাহান ও নিশিতা জামান নিহা প্রমুখ।
নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। আজ সোমবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবন প্রাঙ্গণে ‘ছবির ফ্রেমে অমর জীবননাট্য’ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এই আয়োজন শুরু হয়।
৩ মিনিট আগেবাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনিয়মিত শ্রমিকেরা চাকরি স্থায়ীকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ সোমবার নগরীর নওদাপাড়ায় বিএডিসি কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৬ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে ৫০ শয্যাবিশিষ্ট গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
২৫ মিনিট আগেজার্মান সংবাদ সংস্থা ডিপিএর বাংলাদেশ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠুর মা হাসিনা বেগম মারা গেছেন। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
২৯ মিনিট আগে