Ajker Patrika

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, পুলিশের গুলি 

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, পুলিশের গুলি 

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড শটগানের গুলি ছুড়েছে পুলিশ। আজ সোমবার সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাহেব আলী মোল্লা (৬০), নূরু দাড়িয়া (২৫) ও আজমির মোল্লাকে (৪৫) নামে তিনজনকে উন্নত চিকিসার জন্য ঢাকা পাঠানো হয়েছে হয়েছে। বাকিদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ বছর ধরে ভেন্নাবাড়ি গ্রামের আজিজুল মোল্লা ও মিটু মোল্লা মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জেরে আজ (সোমবার) সকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র–শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে।’ এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলেও জানান ওই কর্মকর্তা। 

আহত নুরু মোল্লার বোন আসমা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘মিটু মোল্লা এলাকায় প্রভাব খাটিয়ে আসছে। তার বিরুদ্ধে কেউ গেলে তার ওপর নির্যাতন করে। আজকে এলাকায় একটি আকিকার অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার পথে আমার ভাইসহ অন্য লোকদের ওপর মিটু মোল্লা ও তার লোকজন হামলা করে। 

এ সময় মিটু মোল্লা ছড়া গুলি ছোড়ে এবং তার লোকজন ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালায়। ভাইয়ের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত