Ajker Patrika

এভাবে মত প্রকাশে বাধা দেশকে স্থবির করে দিচ্ছে: ১৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৩: ৩৭
এভাবে মত প্রকাশে বাধা দেশকে স্থবির করে দিচ্ছে: ১৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় সৈয়দা রত্না ও তাঁর ছেলেকে ধরে নিয়ে থানায় আটকে রাখার কঠোর সমালোচনা করেছেন দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক। তেঁতুলতলা মাঠ শিশু-কিশোরদের খেলার জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন এই বিশিষ্ট নাগরিকেরা।

সেই সঙ্গে তাঁরা বলেছেন, এভাবে মতপ্রকাশে বাধা দেশকে স্থবির করে দিচ্ছে।

বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেছেন, কলাবাগান তেঁতুলতলা খেলার মাঠ শিশু কিশোরদের খেলার জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া হোক। তেঁতুলতলা খেলার মাঠ আন্দোলনের নেতৃত্বদানকারী সৈয়দা রত্না ও তাঁর ছেলে প্রিয়াংশুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে থানায় বন্দী রাখার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদিও রোববার দিবাগত মধ্যরাতে জনমতের চাপে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। 

নাগরিকেরা বলেন, কিন্তু প্রশ্ন জাগে যে কেন কোনো প্রকার প্রতিবাদ করলে সঙ্গে সঙ্গে সাথে সেই প্রতিবাদকারীকে এদেশে গ্রেপ্তার হতে হয়। এভাবে মত প্রকাশে বাধা দেশকে স্থবির করে দিচ্ছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে, শতপথ শতমতের দেশ বাংলাদেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্য নির্মাণের সংস্কৃতিতে বিশ্বাস করে। 

পুলিশ সৈয়দা রত্না ও প্রিয়াংশুকে ‘খেলার মাঠের দাবি আদায়ের আন্দোলন থেকে সরে আসবে’ এরকম মুচলেকায় ন্যক্কারজনকভাবে স্বাক্ষর নিয়ে তাঁদের মুক্তি দিয়েছে উল্লেখ করে বিশিষ্ট নাগরিকেরা বলেছেন, আমরা এই হীন মুচলেকার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তা প্রত্যাহারের দাবি জানাই। আমরা কলাবাগান তেঁতুলতলা খেলার মাঠ হিসেবেই দেখতে চাই। কলাবাগান থানা ভবনের জন্য অন্য কোনো জায়গা খুঁজে ভবন নির্মাণের পরামর্শ দিচ্ছি। ঢাকা দক্ষিণের মেয়র পুলিশ প্রসাশনকে কলাবাগান থানা ভবনের জন্য অন্য কোথাও স্থান নির্ধারণের যে পরামর্শ দিয়েছেন তা আমরা সমর্থন করি। 

বিবৃতিদাতারা হলেন— আব্দুল গাফ্ফার চৌধুরি, সৈয়দ হাসান ইমাম, অনুপম সেন, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, সারোওয়ার আলী, আবেদ খান, সেলিনা হোসেন, আবদুস সেলিম, লায়লা হাসান, মফিদুল হক, মামুনুর রশীদ, শফি আহমেদ, শাহরিয়ার কবীর, মুনতাসীর মামুন, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, শিমূল ইউসুফ এবং হারুণ হাবীব।

এই সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত