নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই বছরের বেশি সময় পরে আজ রোববার ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ফের চলাচল শুরু করেছে মৈত্রী এক্সপ্রেস। সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ১৬৫ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে। ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।
এখন থেকে ট্রেনটি সপ্তাহে পাঁচ দিন চলাচল করবে। ট্রেনটিতে মোট আসন রয়েছে ৪৫৬টি। কিন্তু প্রথম দিনেই মৈত্রী এক্সপ্রেসের আসনসংখ্যার অর্ধেকেরও কম ছিল যাত্রী। তবে ট্রেন চালু হওয়ায় ভারতগামী যাত্রীরা আনন্দিত। প্রথম দিনে ট্রেনের টিকিট বিক্রি হয়েছিল ১৭০টি। নানা কারণে পাঁচজন তাঁদের যাত্রা বাতিল করেছেন।
রাজধানীর বাসাবোর সুস্মিতা দাস পরিবারের সঙ্গে ভারত যাচ্ছেন। ট্রেনে বসে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই বছর পর আজ মৈত্রী এক্সপ্রেস চালু হওয়ায় আমরা খুশি। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম ট্রেনটি কবে চালু হবে। ট্রেন চালু হওয়ায় এখন খুব সহজেই ভারতে যাওয়া যাচ্ছে। সেখানে আমাদের আত্মীয়স্বজন আছে, ঘুরতেই যাচ্ছি।’
এদিকে ডলারের দাম বাড়ায় ট্রেনের ভাড়াও কিছুটা বেড়েছে, এ বিষয়ে জানতে চাইলে আরেক যাত্রী মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চিকিৎসার জন্য ভারতে যাচ্ছি। আমাদের মতো মধ্যবিত্তের জন্য ট্রেনের যাত্রা খুব ভালো। ভাড়া যা বেড়েছে তা খুবই কম, তাতে আমাদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না।’
মৈত্রী ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে কলকাতায় যাবে। ২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী ট্রেন চালু হয়েছিল।
এদিকে মৈত্রী ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার বলেন, ‘দুই বছরের বেশি সময় পরে এই ট্রেন চালাতে পেরে আমরাও আনন্দিত। এই ট্রেনে ৪৫৬টি সিট রয়েছে। প্রচারণা কম ছিল, ফলে প্রথম দিনে যাত্রী কিছুটা কম হয়েছে। তা ছাড়া ভিসা পাওয়ারও একটা বিষয় থাকে। যাঁরা ট্রেনে ভ্রমণের ভিসা পাবেন না, তাঁরা তো যেতে পারবেন না। এক সপ্তাহের মধ্যেই এই ট্রেনে যাত্রী বাড়বে, তখন আমরা সবাইকে সিট দিতে পারব না। নিরাপদ, আরামদায়ক এবং ভাড়া কম হওয়ায় সবাই ট্রেনে যেতে চায়।’
আগামী ১ জুন নতুন আরেকটি আন্তদেশীয় ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হবে।
দুই বছরের বেশি সময় পরে আজ রোববার ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ফের চলাচল শুরু করেছে মৈত্রী এক্সপ্রেস। সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ১৬৫ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে। ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।
এখন থেকে ট্রেনটি সপ্তাহে পাঁচ দিন চলাচল করবে। ট্রেনটিতে মোট আসন রয়েছে ৪৫৬টি। কিন্তু প্রথম দিনেই মৈত্রী এক্সপ্রেসের আসনসংখ্যার অর্ধেকেরও কম ছিল যাত্রী। তবে ট্রেন চালু হওয়ায় ভারতগামী যাত্রীরা আনন্দিত। প্রথম দিনে ট্রেনের টিকিট বিক্রি হয়েছিল ১৭০টি। নানা কারণে পাঁচজন তাঁদের যাত্রা বাতিল করেছেন।
রাজধানীর বাসাবোর সুস্মিতা দাস পরিবারের সঙ্গে ভারত যাচ্ছেন। ট্রেনে বসে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই বছর পর আজ মৈত্রী এক্সপ্রেস চালু হওয়ায় আমরা খুশি। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম ট্রেনটি কবে চালু হবে। ট্রেন চালু হওয়ায় এখন খুব সহজেই ভারতে যাওয়া যাচ্ছে। সেখানে আমাদের আত্মীয়স্বজন আছে, ঘুরতেই যাচ্ছি।’
এদিকে ডলারের দাম বাড়ায় ট্রেনের ভাড়াও কিছুটা বেড়েছে, এ বিষয়ে জানতে চাইলে আরেক যাত্রী মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চিকিৎসার জন্য ভারতে যাচ্ছি। আমাদের মতো মধ্যবিত্তের জন্য ট্রেনের যাত্রা খুব ভালো। ভাড়া যা বেড়েছে তা খুবই কম, তাতে আমাদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না।’
মৈত্রী ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে কলকাতায় যাবে। ২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী ট্রেন চালু হয়েছিল।
এদিকে মৈত্রী ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার বলেন, ‘দুই বছরের বেশি সময় পরে এই ট্রেন চালাতে পেরে আমরাও আনন্দিত। এই ট্রেনে ৪৫৬টি সিট রয়েছে। প্রচারণা কম ছিল, ফলে প্রথম দিনে যাত্রী কিছুটা কম হয়েছে। তা ছাড়া ভিসা পাওয়ারও একটা বিষয় থাকে। যাঁরা ট্রেনে ভ্রমণের ভিসা পাবেন না, তাঁরা তো যেতে পারবেন না। এক সপ্তাহের মধ্যেই এই ট্রেনে যাত্রী বাড়বে, তখন আমরা সবাইকে সিট দিতে পারব না। নিরাপদ, আরামদায়ক এবং ভাড়া কম হওয়ায় সবাই ট্রেনে যেতে চায়।’
আগামী ১ জুন নতুন আরেকটি আন্তদেশীয় ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হবে।
আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৪৩ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে