মাদারীপুর প্রতিনিধি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘বিএনপি বলছে দেশে দুর্ভিক্ষ চলছে, এই আওয়ামী লীগ সরকারের পতন ছাড়া দুর্ভিক্ষ থেকে উদ্ধার পাওয়া যাবে না। কিন্তু তারা কোথায় দুর্ভিক্ষ দেখল আমি জানি না। আওয়ামী লীগ সরকার উৎখাতের জন্য বিএনপি ১৩ বছর ধরে নানা উদ্ভট কথাবার্তা বলে আসছে। কিন্তু কোনো অবস্থাতেই তা কাজ হচ্ছে না।’
আজ বুধবার মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে এসব কথা বলেন শাজাহান খান।
শাজাহান খান বলেন, ‘আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, দেখতে নারী তার চলন বাঁকা। এখন বিএনপির অবস্থা হচ্ছে তাই। আওয়ামী লীগের কোনো ভালো কাজ তাদের এখন চোখে পড়বে না। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, এই পরিস্থিতিতে সারা বিশ্বেই অর্থনৈতিক অবস্থা নাজেহাল হয়ে পড়েছে। আমাদের দেশ তো সেই তুলনায় অন্য দেশের চাইতে এখন পর্যন্ত অনেক ভালো আছে।’
শাজাহান খান বলেন, ‘মানুষ যদি খেতে না পায় বা না খেয়ে মারা গেছে এমন হলে তাকে দুর্ভিক্ষ বলে। আমাদের প্রচুর খাদ্য মজুত রয়েছে, উৎপাদনও ভালো হচ্ছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যদি প্রলম্বিত হয়, তবে শুধু আমাদের দেশে না, কোথায় কী হবে বলা মুশকিল। তবে যুদ্ধ দ্রুত শেষ হলে সব দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। আমরা এখন যেই অবস্থানে আছি যথেষ্ট ভালো আছি। এটা কোনোভাবেই দুর্ভিক্ষের পরিস্থিতি নয়। এটা বিএনপির একটি বানানো অজুহাত। তারা সব সময় সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য এমন উদ্ভট কথা বলে আসছে।’
এর আগে তিনি মাদারীপুর জেলা আইন শৃঙ্খলা সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এ সময় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘বিএনপি বলছে দেশে দুর্ভিক্ষ চলছে, এই আওয়ামী লীগ সরকারের পতন ছাড়া দুর্ভিক্ষ থেকে উদ্ধার পাওয়া যাবে না। কিন্তু তারা কোথায় দুর্ভিক্ষ দেখল আমি জানি না। আওয়ামী লীগ সরকার উৎখাতের জন্য বিএনপি ১৩ বছর ধরে নানা উদ্ভট কথাবার্তা বলে আসছে। কিন্তু কোনো অবস্থাতেই তা কাজ হচ্ছে না।’
আজ বুধবার মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে এসব কথা বলেন শাজাহান খান।
শাজাহান খান বলেন, ‘আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, দেখতে নারী তার চলন বাঁকা। এখন বিএনপির অবস্থা হচ্ছে তাই। আওয়ামী লীগের কোনো ভালো কাজ তাদের এখন চোখে পড়বে না। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, এই পরিস্থিতিতে সারা বিশ্বেই অর্থনৈতিক অবস্থা নাজেহাল হয়ে পড়েছে। আমাদের দেশ তো সেই তুলনায় অন্য দেশের চাইতে এখন পর্যন্ত অনেক ভালো আছে।’
শাজাহান খান বলেন, ‘মানুষ যদি খেতে না পায় বা না খেয়ে মারা গেছে এমন হলে তাকে দুর্ভিক্ষ বলে। আমাদের প্রচুর খাদ্য মজুত রয়েছে, উৎপাদনও ভালো হচ্ছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যদি প্রলম্বিত হয়, তবে শুধু আমাদের দেশে না, কোথায় কী হবে বলা মুশকিল। তবে যুদ্ধ দ্রুত শেষ হলে সব দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। আমরা এখন যেই অবস্থানে আছি যথেষ্ট ভালো আছি। এটা কোনোভাবেই দুর্ভিক্ষের পরিস্থিতি নয়। এটা বিএনপির একটি বানানো অজুহাত। তারা সব সময় সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য এমন উদ্ভট কথা বলে আসছে।’
এর আগে তিনি মাদারীপুর জেলা আইন শৃঙ্খলা সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এ সময় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতাসহ সাতজনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (১১ আগস্ট) কমিশনের বৈঠকে মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়।
৩ মিনিট আগেধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১৫ কোটি টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ তৈরি করা হয়েছে। কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
৮ মিনিট আগেকারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
১৬ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
১৭ মিনিট আগে